ইদানিং বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে ফুলঝুরি অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এই সিরিয়ালে ফুলঝুরি (Fuljhuri) চরিত্রে অভিনয় করছেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মানালি মনীষা দাস (Manali Manisha Dey)। স্টার জলসার পর্দায় একসময় জনপ্রিয় সিরিয়াল ‘বউ কথা কও’-এর হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল এই টেলি অভিনেত্রীর।
সিরিয়ালে তার নাম হয়েছিল মৌরি। এই সিরিয়াল শেষ হয়েছে বহু বছর হয়ে গিয়েছে কিন্তু দর্শকদের কাছে মানালি অভিনীত এই চরিত্রটি আজও ভীষণভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি যে কারণে তিনি মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন তা হলো স্টার জলসায় তার বেঙ্গল টপার সিরিয়াল ‘ধূলোকানা’ গত সপ্তাহের পর আজই বেরিয়েছে টিআরপির রেজাল্ট।
আর এদিনও ‘গাঁটছড়া’ এবং ‘মিঠাই’ সিরিয়ালকে হারিয়ে এই নিয়ে পরপর তিনবার বাংলার সেরা সিরিয়ালের শিরোপা পেল ধুলোকোনা সিরিয়ালের ফুলঝুরি। এখন সব সিরিয়ালের বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইদানিং সিরিয়ালে লালন ফুলঝুরির বিয়ে দেখিয়েই বাজিমাত করেছে টিম ‘ধুলোকনা’ (Dhulokona)। এখনও পর্যন্ত সিরিয়ালে সেই বিয়ের সেই রেশ কাটেনি।
এমনিতে মানালি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দাপিয়ে অভিনয় করেছেন একাধিক সিনেমায়। তাই দেখতে গেলে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)এর একটি পুরনো ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন মানালি আর গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আসলে তারা দুজনেই খুব ভালো বন্ধু।
বান্ধবীর সিক্রেট জানিয়ে দিদি নাম্বার মঞ্চে সেবার ইমন বলেছিলেন একটা সময় মানালি যখন জনপ্রিয় সিরিয়ালের নায়িকা ছিলেন সেই সময় থেকে ইমন ছিলেন মানালির বিশাল বড় ফ্যান। তখন নাকি মানালি ইমনের পাড়াতেই একটি শো করতে গিয়েছিলেন।
সেখানে সবার সামনে একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়ে ইমন বলেছিলেন সেই দিন নাকি মাত্র দুটো ডায়লগ বলার জন্য ৫০,০০০ টাকা নিয়ে বেরিয়ে এসেছিলেন মানালি।এ কথা শুনে তো রচনা সহ উপস্থিত সকলেই হেসে গড়িয়ে পড়েন। জানা যায় প্রাক্তন সিনেমা করতে গিয়েই নাকি ইমন আর মানালির বন্ধুত্ব হয়েছিল।