• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার হেরে গেল মিঠাইরানি! এবার সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে তাক লাগাল ফুলঝুড়ি

Published on:

মিঠাই,Mithai,ফুলঝুরি,Fuljhuri,সৌমিতৃষা,Soumitrisha,মানালি,Manali,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post

দিনের পর দিন দর্শকদের ভালোবাসায় একটানা ৪৪ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের খেতাব জিতেছেন রেকর্ড গড়েছিল জি বাংলার ‘মিঠাই’। বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় নিজেদের একাধিপত্য ধরে রেখেছিল জি বাংলার একাধিক সিরিয়াল। কিন্তু এখন সেসব অতীত। পাশা পাল্টে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে স্টার জলসা।

এই মুহূর্তে জি বাংলা কে টক্কর দিতে একের পর এক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষ। এই তালিকায় থাকা প্রথম সারির সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ধূলোকণা। প্রতি সপ্তাহে টি আর পি তালিকায়ও চোখ ধাঁধানো রেজাল্ট করছে এই সিরিয়াল। এক কথায় কার্যত জমে উঠেছে লালন ফুলঝুরির জমজমাট রসায়ন।শুধু তাই নয় এবার মিঠাইরানি কে গো হারা হারাতে ময়দানে নেমে পড়েছে ধূলোকণার ফুলঝুরিও।

মিঠাই,Mithai,ফুলঝুরি,Fuljhuri,সৌমিতৃষা,Soumitrisha,মানালি,Manali,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post

২০২২ এর কলাকৃতী অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছোটপর্দার সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড’-পেয়েছেন স্টার জলসার ধুলোকণা ধারাবাহিক এর জন্য ফুলঝুরি অর্থাৎ অভিনেত্রী মানালি দে।এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছোটপর্দার সেরা অভিনেত্রী তকমা জিতেছেন মানালি। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় দুই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে অশান্তি। উল্লেখ্য অভিনেত্রী হিসাবে এই সম্মান পেয়ে এমন একটি দারুন উচ্ছসিত মানালি। তাই অভিনয় জগতের এমন একটা সম্মান পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী।

মিঠাই,Mithai,ফুলঝুরি,Fuljhuri,সৌমিতৃষা,Soumitrisha,মানালি,Manali,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post
সোশ্যাল মিডিয়ায় মানালির এই পোস্ট ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যেই। মানালিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কয়েকজন অনুরাগী জি বাংলার মিঠাই অভিনেত্রীকে টেনে আনেন। এরপর মানালির ভিডিও টি শেয়ার করে তার এক ফ্যান পেজ থেকে সৌমিতৃষার উদ্দেশ্যে লেখার হয়, ‘৪৪ বা ৪৬ সপ্তাহ ধরে টিআরপিতে টপার হওয়ার মানেই সেরার সেরা বা দারুন অভিনয় নয়, এই সম্মান‌ই প্রমাণ করে দিল এত সপ্তাহ ধরে টপার না হলেও চলে, যোগ্যতাই আসল।’

মিঠাই,Mithai,ফুলঝুরি,Fuljhuri,সৌমিতৃষা,Soumitrisha,মানালি,Manali,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post
এই পোস্ট দেখার পর থেকেই কমেন্ট সেকশনে ক্ষোভে ফেটে পড়েন মিঠাই অনুরাগীরা। কেউ লিখেছেন ‘এই সব পোস্ট করে নিজের নোংরা মানসিকতার প্রমান দিচ্ছে।’ আবার কেউ লিখেছেন ‘মিঠাইকে না টানলে শুভেচ্ছা জানানো যেত না তাইনা?’ আবার কেউ বলেছেন যেকোনো ধারাবাহিক তৈরীর পেছনে থাকে অনেক পরিশ্রম, তাই কোন ধারাবাহিক বা কোন অভিনেতা অভিনেত্রীদের নিয়েই এমন মন্তব্য করা উচিত নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥