• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের এই ছবি দিয়েই শুরু হয়েছিল অজয়-কাজলের প্রেম কাহিনী, আর আমির-জুহির সম্পর্কে ফাটল

বলিউড (Bollywood) ছবি দেখতে যেমন মানুষ পছন্দ করে, তেমনি প্রিয় তারকার জীবন সন্মন্ধে জানতেও অনেকেই আগ্রহী হন। বলিউডের তারকাদের নিয়ে নানা সময় নানান আলোচনা থেকে গুঞ্জন শোনা যায়। তারকাদের জীবনের খুঁটি নাতি থেকে তাদের জীবনের কাহিনী জানার ইচ্ছা থাকে অনেকেরই। বলিউডের সেলিব্রিটি দম্পতি হলেন অজয় দেবগান ও কাজল দেবগান। দীর্ঘ ২১ বছর ধরে একসাথে রয়েছেন তারা, বলিউডে বহু সম্পর্কের ভাঙা গড়ার মাঝে এই সেলেব দম্পতি দীর্ঘ প্রেমের জ্বলন্ত উদাহরণ।

   

বলিউডের অজয়-কাজল জুটির প্রেমের কাহিনীই আজ বলবো। নব্বই এর দশকের ছবি ইশক, ছবিতে অভিনেতা অজয় দেবগানের (Ajay Debgan) বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কাজল (Kajol)। ছবিটি ১৯৯৭ সালে রিলিজ হলে সুপার হিট হয়েছিল। ছবিতে অজয় দেবগান ও কাজল ছাড়াও ছিল আরো এক জুটি আমির খান ও জুহি চাওলা। তবে, এই ছবির শুটিংয়ের সময়েই অজয়  ও কাজলের মধ্যে প্রেমের সূত্রপাত হয়। সম্প্রতি ছবিটির ২৩ বছর পূর্তি হয়েছে।

এই ছবির পর থেকেই অজয় দেবগান ও কাজল একেঅপরকে ডেটিং শুরু করেন। দুবছর পর ১৯৯৯ সালে বিয়েও করেন অজয় ও কাজল। ইশক ছবি দিয়ে একটি প্রেমকাহিনীর শুরু হলেও, আমির খান ও জুহি চাওলার একসাথে এটিই ছিল শেষ ছবি। এর পর আমির-জুহি জুটিকে আর রুপোলি পর্দায় দেখা যায়নি। এই ছবির পরেই আমির ও জুহির মধ্যে শত্রূতার শুরু হয়।

ছবির শুটিং চলা কালীন আমির খানা ও জুহি চাওলার মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার কারণে আমির খানের ওপর বেজায় রেগে ছিলেন জুহি চাওলা, সেই রাগ থেকেই সূত্রপাত হয়েছিল দুজনের  মধ্যেকার তিক্ততার। এর পর আর কোনো ছবিতে একসাথে কাজ করতে দেখা যায়নি আমির খান ও জুহি চাওলাকে।