• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খেয়েছ তো! খেলার মাঠ থেকেও অন্তঃসত্ত্বা অনুষ্কার খেয়াল রাখতে ভোলেননি বিরাট, তুমুল ভাইরাল ভিডিও

বিরাট-অনুষ্কার প্রেম যেন আস্ত একটা রূপকথার গপ্পো। ক্রিকেট পাগল ছেলেটা হঠাৎ প্রেমে পড়ল বি-টাউনের সুন্দরীর। তারপর বিয়ে সংসার করে এখন দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি। দুজনের হাজারো ব্যস্ততাতেও ভাটা পড়েনি তাদের প্রেমে। দুজন যেন সবসময়ই দুজনকে চোখে হারান। তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেও বিরাটের খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন অনুষ্কা।

আর বিরাটও তার কর্তব্য ভোলেননি। সম্প্রতি তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, প্র‍্যাকটিস চলাকালীন মাঠ থেকেই অনুষ্কাকে ইশারায় বিরাট জিজ্ঞেস করছেন “খেয়েছ তো?” আর গ্যালারি থেকেও অনুষ্কাও ভাবভঙ্গিতে বুঝিয়ে দিলেন হ্যাঁ! তার খাওয়া হয়ে গেছে।

এই মিষ্টি ভিডিও ইতিমধ্যেই মন কেড়েছে নেট জনতার। আইপিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব সামলাতে সামলাতেও স্বামীর কর্তব্য ভোলেননি বিরাট। একদিকে নিজের টিম তো অন্যদিকে গর্ভবতী স্ত্রী ৷ দুইদিকই দারুণ সামলাচ্ছেন বিরাট।

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট অনুষ্কা-বিরাট জানান, তাঁরা মা-বাবা হতে চলেছেন। দু’জনেই নিজেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই সুখবর শেয়ার করেন। তাদের কথা মত, আগামী বছরের শুরুতেই নতুন অতিথির আগমন ঘটতে চলেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সংসারে। সুখবর জানিয়ে ছোট বেবি-বাম্প সহ অনুষ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেন বিরাট।

 

View this post on Instagram

 

Couple Goals ? Follow ❤️ ?@music__and__masthi ? ❤️ #Followusformore . . . ?️ For more videos of ? ?️ #TollyWood #BollyWood #VideoSongs #Musically #Dance #DanceVideos ?️?❤️ @instatrendsoffl #combination #love #viral#tiktok#telugulovesongs#telugulovefailurewhatsappstatus#telugulovers #telugulovesongs #telugudubssmash #viratkohli #virushka #anushkasharma DISCLAIMER ‌This photo, video or Audio is not owned by ourselves ‌The copyright credit goes to respective owners ‌This video is not used for illegal sharing or profit Making ‌This video is purely Fan made ‌If any problem Message us on Instagram and the video will be removed ‌No need to report or send strike ‌Credit/Removal:-@music__and__masthi

A post shared by MUSIC & MASTHI (@music__and__masthi) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥