• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আপনি বাঁচলে বাপের নাম! শাহরুখ থেকে সলমন প্রাণের ভয়ে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন এই ৬ তারকা

Updated on:

From Salman Khan to Aamir Khan, these bollywood stars use bulletproof cars

বলিউড তারকাদের (Bollywood stars) ঝাঁ চকচকে জীবনটাই অনুরাগীরা দেখতে পান। তবে তাঁদেরকেও সারাক্ষণ তাড়া করতে থাকে মৃত্যুভয়। অপরাধের দুনিয়া থেকে মাঝেমধ্যেই তাঁদের কাছে বহুধরণের হুমকি ধেয়ে আসে। আর ঠিক সেই কারণেই বলিউডের বহু তারকা বুলেটপ্রুফ গাড়ি (Bulletproof car) ব্যবহার করেন। আজকের প্রতিবেদনে এমনই ৬ বলি তারকার নাম তুলে ধরা হল।

শাহরুখ খান (Shah Rukh Khan)- তালিকার প্রথম নামটিই হল বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের। ‘কিং খান’ মাঝেমধ্যেই প্রাণনাশের হুমকি পান। একবার নাকি তাঁকে একটি ছবির জন্য রাজি করাতে এক কুখ্যাত অপরাধী তাঁকে হত্যা করার হুমকিও দিয়েছিলেন। এরপর শাহরুখের মার্সিডিজ বেঞ্জের এস ৬০০ গার্ড মডেলটি বুলেটপ্রুফ করিয়ে নেওয়া হয়।

Shah Rukh Khan in his car

ঋত্বিক রোশন (Hrithik Roshan)- বলিউডের ‘গ্রিক গড’এর কাছেও এমন একটি গাড়ি রয়েছে যা বুলেটপ্রুফ। ঋত্বিকের কাছে থাকা মার্সিডিজ বেঞ্জের যে মডেল রয়েছে, সেটিও গুলি থেকে রক্ষা করতে সক্ষম। এমনকি এই গাড়ির ওপর দু’বার গ্রেনেড বিস্ফোরণ করলেও কিচ্ছু হবে না।

Hrithik Roshan in his car

আমির খান (Aamir Khan)- বলিপাড়ার ‘মিস্টার পারফেকশনিস্ট’ বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন। আর ঠিক সেই কারণেই নিজের সুরক্ষায় কোনও ত্রুটি রাখেন না অভিনেতা। শাহরুখের মতোই আমিরও তাঁর মার্সিডিজ বেঞ্জ এস ৬০০ গাড়িটি বুলেটপ্রুফ করিয়ে নিয়েছেন।

Aamir Khan in his car

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা নিজের জীবনে একাধিক বিতর্কে জড়িয়েছেন। প্রকাশ্যে নানান রকমের বিতর্কিত মন্তব্য করার জন্য বহুবার প্রাণনাশের হুমকি পেয়েছেন নায়িকা। সেই কঙ্গনার কাছে বিএমডব্লিউ সাত সিরিজের গার্ড মডেলের একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি রয়েছে।

Kangana Ranaut in her car

সলমন খান (Salman Khan)- সম্প্রতি কুখ্যাত অপরাধী লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউডের ভাইজান সলমন খান। এরপরই নিজের প্রাণ বাঁচানোর জন্য দেড় কোটি টাকা দিয়ে একটি তয়োটা ল্যান্ড ক্রুজার কেনেন অভিনেতা।

Salman Khan in his car

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার নামও এই তালিকায় রয়েছে। তাঁর কাছেও একটি বুলেটপ্রুফ গাড়ি রয়েছে।

Priyanka Chopra in her car

শোনা যায়, নিক জোনাসের ঘরণীর কাছে একটি রোলস রয়েস ফ্যান্টম রয়েছে। প্রিয়াঙ্কার বিশেষ সুপারিশে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা এই গাড়িটি বানিয়েছেন বলে শোনা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥