• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারা আলী খান থেকে অর্জুন কাপুর, এই ৫ তারকা মোটা থেকে স্লিম হয়ে চমকে দিয়েছে সকলকে

Published on:

এই মহামারীকালে তারকারা নিজেদের জন্য বেশ কিছুটা সময় পেয়েছেন, আর সুযোগ বুঝে কম বেশি সকলেই চুটিয়ে করেছেন শরীর চর্চা। কেউ কেউ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্তদের সাথে শেয়ার করেছেন তাদের ফিটনেস সিক্রেটও। এবার জেনে নিন এমন কিছু বলি তারকাদের কথা যারা ‘ফ্যাট টু ফিট’ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সক্কলকে।

সারা আলি খান

সইফ কন্যা সারা আলি খান চলতি সময়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনেত্রী হওয়ার আগে স্কুলে পড়ার সময়কালে সারা আলি খানের ওজন ছিল ৯৬ কেজি। পিজ্জা খেতে খুব ভালোবাসতেন সারা। তার ওই চেহারার জন্য তিনি ধরেই নিয়েছিলেন অভিনয়ের জগতে তিনি কোনোদিন আসতে পারবেন না। কলেজ জীবনে যখন তিনি মনস্থির করলেন তাকে সিনেমাতে কাজ করতে হবে, তখন তিনি ওজন কমানো শুরু করেন। এখন তিনি বি-টাউনের টপমোস্ট ফিট অভিনেত্রীদের মধ্যে একজন।

ভূমি পেডেনকর

দম লাগাকে হাইশা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ভূমি পেডনেকর, অভিনয়ের জগতে থাকতে থাকতেই তাঁর চেহারায় দেখা গেছে এক বিরাট পার্থক্য। প্রথম ছবির সময় তার ওজন ছিল প্রায় ৭৫ কেজি ছিল। এখন তাকে দেখলে বোঝার উপায় নেই যে তার ওজন একসময় ৭৫ কেজি ছিল।

সতীশ কৌশিক

বলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিক দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছিলেন। অসম্ভব মোটা থেকে সতীশ কৌশিকে প্রায় ২৫ কেজি ওজন কমিয়েছিলেন। এই জন্য, সতীশ কৌশিক আমেরিকাতে একজন চিকিৎসকের সাহায্যও নিয়েছিলেন এবং তার পরামর্শ মতন ডায়েট এবং ওয়ার্ক আউট করেছিলেন। এখন তিনি এক্কেবারে স্লিম অ্যান্ড ফিট।

আদনান সামি

গায়ক আদনান সামির ওজন সম্পর্কেও চিকিৎসকরা সতর্ক করেছিলেন। আদনান বলেছিল যে তার ওজন যখন ২৩০ কেজি, তখন ডাক্তার বলেছিলেন যে তিনি আর ৬ মাস বেঁচে থাকতে পারবেন। এমন পরিস্থিতিতে অনেক কঠোর পরিশ্রমের পর, তিনি তার ওজন নামিয়ে আনেন ৭৫ কেজিতে।

অর্জুন কাপুর

নিজের লুকের কারণে নারীদের হার্টথ্রব বলি তারকা অর্জুন কাপুর। একাধিক ছবিতে সিক্স প্যাক অ্যাবস দেখানো অর্জুন কাপুরের ওজন ছিল ১৪০ কেজি রেখেছিলেন, যার কারণে তিনি নায়ক হওয়ার কথা ভাবেননি। এখন তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥