নব্বইয়ের দশককে অনেকে বলিউডের (Bollywood) স্বর্ণযুগ বলে থাকেন। কারণ সেই সময় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন একাধিক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী (90’s Bollywood Actors)। তবে যেহেতু একাধিক প্রতিভাবান শিল্পী ছিলেন, সেই জন্য ব্যাপক প্রতিযোগিতার মুখেও পড়তে হতো তাঁদের। কেউ এই লড়াইয়ে জিতে আজও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন, কেউ কেউ টিকতে না পেরে লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছেন। আজকের প্রতিবেদনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এমন ৫ তারকার নাম তুলে ধরা হল যারা নব্বইয়ের দশকের সুপারস্টার ছিলেন, অথচ আজ তাঁদের সবাই ভুলেছে (90’s Forgotten Bollywood Heroes)।
রাহুল রায় (Rahul Roy)- ‘আশিকী’ ছবির হাত ধরে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন রাহুল রায়। ডেবিউ ছবির মাধ্যমেই সুপারস্টার হয়ে গিয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত রাহুলের আর কোনও সিনেমা বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি।
জুগল হংসরাজ (Jugal Hansraj)- ‘মোহব্বতে’ ছবির সুদর্শন নায়ক জুগলকে এখনও অনেকের মনে আছে। কিউট দেখতে এই হিরো প্রচুর মেয়ের মন চুরি করেছিলেন। তবে ‘মোহব্বতে’ ছাড়া জুগলের আর কোনও ছবি বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। এখন বলিউডে সেভাবে দেখা যায় না তাঁকে।
চন্দ্রচূড় সিং (Chandrachur Singh)- ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে মেরে সপ্নে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন চন্দ্রচূড়। এরপর প্রীতি জিন্টা, ঐশ্বর্য রাই বচ্চন সহ বলিউডের একাধিক নামী নায়িকার সঙ্গে কাজ করেন তিনি। তবে দুর্ভাগ্যবশত দর্শকমনে নিজের জায়গা ধরে রাখতে পারেননি তিনি। সময়ের সঙ্গেই বলিউড থেকে হারিয়ে যান চন্দ্রচূড়।
রণিত রায় (Ronit Roy)- ১৯৯২ সালে ‘জান তেরে নাম’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রণিত রায়। অভিনেতার প্রথম ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। ডেবিউ ছবি সুপারহিট হলেও রণিত দর্শকমনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকেও গায়েব হয়ে যান তিনি। যদিও টেলিভিশনে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রণিত।
অপূর্ব অগ্নিহোত্রী (Apurva Agnihotri)- শাহরুখ খান, মহিমা চৌধুরী অভিনীত ‘পরদেশ’ ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রী। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।
কেরিয়ারের শুরুতেই শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও অপূর্ব বলিউডে তেমন সফল হতে পারেননি। যদিও হিন্দি টেলিভিশনের সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি।