দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি (South Indian Industry) নেপোটিজম বিতর্কে বরাবর সরগরম থেকেছে। বারবার অভিযোগ উঠেছে, সাউথের তারকাসন্তানদের (Starkid) জন্য অনেক যোগ্য অভিনেতা-অভিনেত্রী সেখানে কাজ পাননি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রির সব স্টারকিডই যে অযোগ্য তা কিন্তু নয়। সেখানে এমন অনেক তারকাসন্তানও রয়েছেন যারা নিজেদের দমে ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ তারকাসন্তানের নাম তুলে ধরা হল।
রাম চরণ (Ram Charan)- তালিকায় সবার প্রথম নামটি হল অস্কার জয়ী ‘আরআরআর’ খ্যাত রাম চরণের। দক্ষিণের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা রাম চরণের বাবাও দক্ষিণের নামী সুপারস্টার। সাউথ সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে তিনি। তবে বাবার পরিচয়ে নয়, বরং নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন রাম চরণ।
নাগা চৈতন্য (Naga Chaitanya)- দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের পুত্র হলেন নাগা চৈতন্য। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি। তারকাসন্তান হলেও আজ নাগা চৈতন্যকে সবাই তাঁর অভিনয়ের জন্য চেনে।
আল্লু অর্জুন (Allu Arjun)- ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের নামও তালিকায় রয়েছে। সাউথের এই নামী অভিনেতা একজন তারকাসন্তান। ‘পুষ্পা’ অভিনেতার দাদু আল্লু রামালিঙ্গাইয়া একজন নামী অভিনেতা ছিলেন। তাঁর বাবা আল্লু অরবিন্দ একজন নামী প্রযোজক। তারকাসন্তান হলেও আল্লু কিন্তু নিজের অভিনয় প্রতিভার সৌজন্যেই আজ এত সফল হয়েছেন।
মহেশ বাবু (Mahesh Babu)- সাউথ সুপারস্টার মহেশ বাবুও একজন তারকাসন্তান। মহেশ বাবুর পিতা কৃষ্ণা দক্ষিণের নামী অভিনেতা এবং প্রযোজক ছিলেন। তারকাসন্তান হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও আজ নিজের প্রতিভার জোরে কোটি কোটি মানুষের মন রাজত্ব করছেন মহেশ বাবু।
প্রভাস (Prabhas)- ‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের নামও তালিকায় রয়েছে। অনেকেই জানেন না, প্রভাসও কিন্তু ফিল্মি পরিবারের সঙ্গে যুক্ত। প্রভাসের বাবা উপ্পলাপতি সূর্য নারায়ণা রাজু দক্ষিণের একজন নামী প্রযোজক।
শুধু তাই নয়, প্রভাসের কাকা কৃষ্ণম রাজুও নামী অভিনেতা। তবে ফিল্মি পরিবারের ছেলে হলেও নিজের অভিনয়ের জোরে সফল হয়েছেন প্রভাস।