• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দমদার অ্যাকশন টানটান উত্তেজনা! এই বছর বক্স অফিসে ঝড় তুলতে আসছে সাউথের এই ৫ সিনেমা

Published on:

South Indian movies,Upcoming south Indian movies,movie,Salaar,Indian 2,Pushpa 2,AK 62,Jailer,entertainment,দক্ষিণ ভারতীয় সিনেমা,আসন্ন দক্ষিণ ভারতীয় সিনেমা,সিনেমা,সালার,ইন্ডিয়ান ২,পুষ্পা ২,জেলার,বিনোদন,একে ৬২,Upcoming south Indian movies 2023,২০২৩ সালে আসন্ন দক্ষিণ ভারতীয় সিনেমা

গত বছর থেকে বলিউডকে (Bollywood) টেক্কা দিয়ে দর্শকমনে রাজত্ব করছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি (South Indian Movies)। সাউথের একের পর এক ছবি রিলিজ করছে আর সেগুলি ঝড় তুলছে বক্স অফিসে। ‘আরআরআর’ থেকে শুরু করে ‘কেজিএফ’, ‘পুষ্পা’- সেই তালিকায় নাম রয়েছে একাধিক সিনেমার। চলতি বছরও এর অন্যথা হবে না। এই বছরও বক্স অফিসে ঝড় তুলতে আসছে একাধিক দমদার দক্ষিণী ছবি। আজকের প্রতিবেদনে সাউথের এমনই ৫ আসন্ন সিনেমার (Upcoming South Indian Movies) নাম তুলে ধরা হল।

সালার (Salaar)- সাউথ সুপারস্টার প্রভাস অভিনীত এই ছবিটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। চলতি বছরই রিলিজ করবে এই সিনেমা। আগামী ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশনে ভরপুর এই ছবি।

Salaar movie, Salaar

জেলার (Jailer)- ‘থালাইভা’ রজনীকান্তের ছবি ‘জেলার’র নামও রয়েছে এই তালিকায়। রজনীকান্ত আছে মানেই ছবি হিট- অধিকাংশ দর্শকই এমন ধারণা পোষণ করেন। সেই সুপারস্টারই এই বছর তাঁর নতুন ছবি ‘জেলার’ নিয়ে দর্শকদের মন জয় করতে আসছেন।

Jailer, Jailer movie

পুষ্পা ২ (Pushpa 2)- দীর্ঘ ২ বছরের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে ‘রাজ’ করতে আসছে ‘পুষ্পা ২’। এই মুহূর্তে জোরকদমে চলছে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত এই ছবির কাজ। শোনা যাচ্ছে, এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা।

Pushpa 2

ইন্ডিয়ান ২ (Indian 2)- রজনীকান্ত একা নন, এই বছর বক্স অফিসে ধামাকা করতে আসছেন সাউথের আর এক সুপারস্টার কমল হাসানও। ‘বিক্রম’র আকাশছোঁয়া সাফল্যের পর এই বছর ‘ইন্ডিয়ান ২’ নিয়ে আসছেন অভিনেতা। দীর্ঘ ২৬ বছর পর ফের সেনাপতির চরিত্রে দেখা যাবে কমলকে।

Indian 2, Indian 2 movie

একে ৬২ (AK 62)- তালিকায় সবার শেষ নামটি হল ‘একে ৬২’র। সাউথ সুপারস্টার অজিত কুমারের আসন্ন ছবি এটি।

AK 65, AK 65 movie

‘একে ৬২’র কথা ঘোষণা হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। দীর্ঘ সময় ধরে দর্শকরা অজিত কুমারের এই ছবির জন্য অপেক্ষা করছেন। এই বছরই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥