• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিভর কদর করেনি বলিউড! ওটিটির দৌলতেই আজ সুপারস্টার এই ৫ বলি তারকা

Published on:

From Neena Gupta to Pankaj Tripathi, Bollywood stars who got popularity from OTT

ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলি আসার ফলে প্রচুর প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী কাজের সুযোগ পেয়েছেন। বলিউডেই (Bollywood) এমন অনেক তারকা (Stars) রয়েছেন যারা বহু ছবিতে অভিনয় করলেও দর্শকমহলে তেমন পরিচিতি পাননি। অথচ ওয়েব প্ল্যাটফর্মে কাজ করার পরেই বদলে যায় তাঁদের ভাগ্য। আজকের প্রতিবেদনে এমনই ৫ বলিউড সেলেবের (Bollywood Stars) নাম তুলে ধরা হল যারা ওটিটিতে কাজ করেই আজ সুপারস্টার হয়েছেন।

নীনা গুপ্তা (Neena Gupta)- বলিউডের নামী অভিনেত্রী নীনা গুপ্তা প্রচুর হিন্দি সিনেমায় অভিনয় কএছেন। তবে নীনা তাঁর প্রাপ্য সম্মান ওটিটিতে কাজ করার পরেই পেয়েছেন। ‘পঞ্চায়েত’ সিরিজে গ্রামের প্রধানের চরিত্রে তাঁর তুখোড় অভিনয় এখনও দর্শকরা ভোলেনি। ওয়েব সিরিজে সাফল্য পাওয়ার পর বলিউডেও তাঁর ডিম্যান্ড প্রচুর বেড়ে গিয়েছে।

Neena Gupta, Neena Gupta in Panchayat

রঘুবীর যাদব (Raghuveer Yadav)- অভিনেতা রঘুবীর যাদবের নামও এই তালিকায় রয়েছে। ইনিও নিজের শুরুতে প্রচুর বলিউড ছবিতে অভিনয় করেছেন। তবে রঘুবীর নিজের যোগ্য সম্মান ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পরেই পেয়েছেন। আজ রঘুবীরকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। নীনার মতোই ‘পঞ্চায়েত’ সিরিজে তাঁর অভিনয়ও এখনও মনে আছে দর্শকদের।

Raghuveer Yadav, Raghuveer Yadav in Panchayat

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)- দেখতে দেখতে বলিউডে বহু বছর কাটিয়ে ফেলেছেন পঙ্কজ। প্রচুর হিন্দি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কাঙ্খিত সাফল্য ওটিটিতে কাজ করার পরেই পেয়েছেন। ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’র মতো সুপারহিট সিরিজে অভিনয় করার পরেই বদলে যায় পঙ্কজের ভাগ্য।

Pankaj Tripathi, Pankaj Tripathi in Criminal Justice

দিব্যেন্দু (Divyendu)- ‘মির্জাপুর’ ওয়েব সিরিজে মুন্না ভাইয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছেন অভিনেতা দিব্যেন্দু। তবে ওয়েব দুনিয়ায় পা রাখার আগে বলিউডেও কাজ করেছেন তিনি। ‘প্যায়ার কা পঞ্চনামা’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সাফল্য পেয়েছেন ‘মির্জাপুর’এ অভিনয়ের পরেই।

Divyendu, Mirzapur Munna Bhaiya

শেফালি শাহ (Shefali Shah)- ওটিটির দুনিয়ার সুপারস্টারদের মধ্যে শেফালির নাম ওপরের দিকেই থাকবে। ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজে বর্তিকা চতুর্বেদীর চরিত্রে তাঁর অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকমনে।

Shefali Shah, Shefali Shah in Delhi Crime

ওয়েব দুনিয়ায় পা রাখার আগে বলিউডেও বহু বছর কাজ করেছিলেন শেফালি। কিন্তু তেমন সাফল্য পাননি অভিনেত্রী। তবে ‘দিল্লি ক্রাইম’এ কাজ করার পরেই রাতারাতি সুপারস্টার হয়ে যান শেফালি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥