• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০০ প্রেমিকা, মাদকচক্র থেকে আন্ডারওয়ার্ল্ড যোগাযোগ! বিতর্কে ভরপুর সঞ্জয় দত্তের জীবনকাহিনী

Published on:

সঞ্জয় দত্ত,বলিউড,ড্রাগস,মাদক মামলা,সঞ্জয় দত্ত জীবন কাহিনী,Sanjay Dutt,Bollywood,Bollywood Gossip,Drugs in Bollywood,Sanjay Dutt gone to Jail,Sanjay Dutt Drugs case,Sanjay Dutt Jailed for connection with underworld

বলিউড (bollywood) ইন্ডাস্ট্রিতে মাদকযোগ (drugs) নিয়ে চর্চা বহুদিনের। গতবছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কের আগুনে ঘি পড়েছিল। একাধিক সুপারস্টারদের নাম জড়িয়েছিল, করা হয়েচিল জেরা। সম্প্রতি আরিয়ান মামলায় নতুন করে শুরু হয়েছি বিতর্কের। তবে বিটাউনের সাথে ড্রাগসের আজ থেকে নয় বহুবছর ধরেই। বলিউডে অভিনেতা সঞ্জয় দত্ত (sanjay dutt) একসময় নিজের মাদক নেবার কারণে ব্যাপক সমালোচিত হয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন।

বলিউডের ষ্টারকিডদের মধ্যে অন্যতম সঞ্জয় দত্ত। বলিউডে সফল অভিনেতা হিসাবে পরিচয় পেলেও একাধিক বিতর্কের সাথে যুক্ত অভিনেতা। শতাধিক নারীর সাথে সম্পর্ক থেকে ড্রাগস নেওয়া এমনকি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সাথেও যোগ ছিল তার। অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন এই সমস্ত কাণ্ডকারখানার কথা। এমনকি তার জীবন নিয়ে ইতিমধ্যেই সিনেমা তৈরী হয়ে গিয়েছে বলিউডে।

Sanjay Dutt সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত নিজের মুখেই স্বীকার করেছিলেন যে তিনি একসময় ড্রাগসের নেশায় একেবারে ডুবে গিয়েছিলেন। ছোট থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল না। তবে বাবা সুনীল দত্ত ছিলেন বিখ্যাত অভিনেতা, তার কথা রাখতেই কলেজটুকু কোনোমতে পাশ করেছিলেন তিনি। প্রায় সমস্ত ধরণের নেশার দ্রব্য ব্যবহার করেছিলেন তিনি। তবে একসময় এতটাই বেড়ে যায় নেশার পরিমাণ যে জীবনটাই তছনছ হতে শুরু করে।

সঞ্জয় দত্ত,বলিউড,ড্রাগস,মাদক মামলা,সঞ্জয় দত্ত জীবন কাহিনী,Sanjay Dutt,Bollywood,Bollywood Gossip,Drugs in Bollywood,Sanjay Dutt gone to Jail,Sanjay Dutt Drugs case,Sanjay Dutt Jailed for connection with underworld

ছেলেকে এই দশা থেকে মুক্তি এগিয়ে এসেছিলেন বাবা সুনীল দত্ত। রিহ্যাবে পাঠিয়েছিলেন সঞ্জয় দত্তকে। ধীরে ধীরে নেশার যোগ থেকে বের করে এনে সিনেমায় প্রতিষ্ঠিত করেছিলেন ছেলেকে। তবে শুধুই যে ড্রাগসের নেশা তা কিন্তু নয় ১৯৯৩ সালে মুম্বাইয়ে ব্লাস্ট মামলায় নাম জড়িয়েছিল অভিনেতার। সন্ত্রাসবাদ এবং বিশৃঙ্খলার অপরাধী হিসেবে সঞ্জয়কে ২ বছর জেল খাটতেও হয়েছিল। তবে এখানেই শেষ নয়, ২০১৩ সালে আবারো মামলা সুপ্রিম করতে উঠলে আরো ৫ বছরের জন্য জেল খাটতে হয়েছিল সঞ্জয় দত্তকে।

সঞ্জয় দত্ত,বলিউড,ড্রাগস,মাদক মামলা,সঞ্জয় দত্ত জীবন কাহিনী,Sanjay Dutt,Bollywood,Bollywood Gossip,Drugs in Bollywood,Sanjay Dutt gone to Jail,Sanjay Dutt Drugs case,Sanjay Dutt Jailed for connection with underworld

সঞ্জয় দত্ত বলিউডের একাধিক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনেতা নিজেই স্বীকার করেছেন ৩০০ এরও বেশি নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বিয়েও করেছেন একাধিকবার। প্রথম বিয়ে করেন অভিনেত্রী রিচা শর্মাকে, কিন্তু ১৯৯৬ সালে তিনি ব্রেন তুমারে আক্রান্ত হয়ে মারা যান।

সঞ্জয় দত্ত,বলিউড,ড্রাগস,মাদক মামলা,সঞ্জয় দত্ত জীবন কাহিনী,Sanjay Dutt,Bollywood,Bollywood Gossip,Drugs in Bollywood,Sanjay Dutt gone to Jail,Sanjay Dutt Drugs case,Sanjay Dutt Jailed for connection with underworld

এর ঠিক ২ বছর পর বলিউডের মডেল অভিনেত্রী রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। তবে সেই বিয়ে বেশিদিন টেনেনি, বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিছুবছরের মধ্যেই। শেষে ২০০৮ সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। বর্তমানে তৃতীয় স্ত্রী মান্যতাকে নিয়েই সংসার করছেন সঞ্জয় দত্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥