• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার ‘অনুরাগের ছোঁয়া’কে হারিয়ে বিরাট নজির গড়ল ‘মিঠাই’! আনন্দে লাফাচ্ছে ‘সিধাই’ ভক্তরা

Published on:

Mithai to Anurager Chowa list of Top 5 Bengali Serials as of Viewers

সিরিয়াল (Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জিনিস। রোজ বিকেল থেকে রাত পর্যন্ত সেই জন্য তাঁরা ‘মিঠাই’ (Mithai), ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), ‘নিম ফুলের মধু’ সহ সব সিরিয়াল দেখতে বসে পড়েন। রোজ টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে এই সিরিয়ালের নায়ক-নায়িকারা হয়ে ওঠেন দর্শকদের ঘরের সদস্য। যদিও বাংলা টেলিভিশনের ইতিহাসে সব সিরিয়ালই যে সফল তা কিন্তু নয়, এমন বহু সিরিয়াল রয়েছে যেগুলি ২-৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে।

স্টার জলসা, জি বাংলার মতো বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন সিরিয়াল শুরুর হিড়িক পড়েছে। সেই জন্য একের পর এক কপাল পুড়ছে পুরনো ধারাবাহিকগুলির। তবে বাংলার টেলি দুনিয়ায় এমন প্রচুর সিরিয়াল রয়েছে যেগুলি শত নতুন ধারাবাহিকের ভিড়েও চিরকালীন হয়ে রয়েছে। দর্শকদের মনে সেই সিরিয়ালগুলির আবেগ, গুরুত্বই আলাদা।

Mithai and Anurager Chhowa, Top 5 Bengali serial

সেই জন্যই তো সম্প্রতি দর্শকদের ভোটের ভিত্তিতে বাংলা টেলিভিশনের সেরা ৫ সিরিয়াল (Top 5 Bengali serial) বেছে নেওয়া হয়েছে। ‘মিঠাই’ থেকে শুরু করে ‘অনুরাগের ছোঁয়া’ হয়ে ‘মা’- সেই লিস্টে নাম রয়েছে একাধিক আইকনিক সিরিয়ালের। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই তালিকা।

Bojhe na Se Bojhe Na, Top 5 Bengali serial

১৫০০’রও বেশি ভোট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে অরণ্য-পাখির ‘বোঝে না সে বোঝে না’। ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দু’ সিরিয়ালের বাংলা রিমেক ছিল এটি। যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে ছিল দেখার মতো। অপরদিকে ৮৫০’রও বেশি ভোট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জি বাংলার ‘মিঠাই’ এবং স্টার জলসার ‘কিরণমালা’।

Mithai and Kiranmala, Top 5 Bengali serial

তৃতীয় স্থান অর্জন করেছে ঊর্মি-সাত্যকীর ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালটি। এই ধারাবাহিক পেয়েছে ৫৪০’র কিছু বেশি ভোট। অপরদিকে ৫০০’র একটু বেশি ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছে এই মুহূর্তে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার আইকনিক সিরিয়াল ‘মা’।

Anurager Chhowa Maa Ei Poth Jodi Na Sesh Hoy, Top 5 Bengali serial

মা-মেয়ের গল্প নিয়ে তৈরি হওয়া ‘মা’ সিরিয়ালটি ২০০৯ সালে শুরু হয়েছিল। চলেছিল ২০১৪ সাল অবধি। তিথি বসু, মহুয়া হালদার, শ্রীতমা ভট্টাচার্য অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে ছিল ব্যাপক। সেই জন্যই তো শেষ হয়ে যাওয়ার প্রায় এক দশক পরেও বাংলা টেলিভিশনের সেরা ৫ সিরিয়ালের তালিকায় ঠিক স্থান করে নিয়েছে ‘মা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥