হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) আইকনিক ভিলেনদের (Villain) নামের তালিকায় যদি অমরীশ পুরীকে (Amrish Puri) না রাখা হয় তাহলে সেই তালিকা অসম্পূর্ণ। তিনি যে কত সুপারহিট ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ছবিতে অন্য মাত্রা যোগ করতেন তিনি। সেই জন্যই নেতিবাচক চরিত্রে অভিনয় করেও কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছিলেন পর্দার ‘মোগ্যাম্বো’।
আজ অমরীশ আমাদের মধ্যে নেই। অভিনেতা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। তবে নিজের কাজের মাধ্যমে অমর রয়ে গিয়েছেন তিনি। এখনও বলিউডের অন্দরে কান পাতলে পর্দার ‘মোগ্যাম্বো’কে নিয়ে একাধিক অজানা কাহিনী শুনতে পাওয়া যায়। আজকের প্রতিবেদনে এমনই ১০ কাহিনী (Unknown facts) তুলে ধরা হল।
অনেকেই জানেন না, বলিউডের এই নামী অভিনেতা সরকারি চাকরি করতেন। টানা ২২ বছর একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছিলেন অমরীশ। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে সেই চাকরি ছেড়ে দেন তিনি। ১৯৭০ সালে ‘প্রেম পূজারি’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।
অমরীশ এমন একজন অভিনেতা ছিলেন যিনি অভিনয়ের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতেন। আইকনিক ‘মোগ্যাম্বো’ চরিত্রের জন্য টানা ২০ দিন নিজেকে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন তিনি। পর্দায় তাঁর দুর্দান্ত অভিনয় সকলেই দেখেছিলেন। কিন্তু পর্দার পিছনের এই খাটনির কথা অনেকেই জানেন না।
বলিউডের এই নামী অভিনেতার কদর হলিউডেও ছিল। কিংবদন্তি স্টিভেন স্পিলবার্গের ছবি ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’এ অভিনয় করেছিলেন তিনি। এমনকি স্টিভেন নিজে বলেছিলেন, ভারতের অমরীশ পুরীই তাঁর প্রিয় খলনায়ক। কিংবদন্তি পরিচালকের এই মন্তব্যই বলে দেয়, ঠিক কোন মাপের অভিনেতা ছিলেন ‘মোগ্যাম্বো’।
নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক বিতর্কেও নাম জড়িয়েছে অমরীশের। শোনা যায়, শ্যুটিং সেটে দেরি করে আসার জন্য একবার সুপারস্টার গোবিন্দাকে ঠাটিয়ে থাপ্পড় মেরেছিলেন তিনি। যদিও পরে নাকি এই ঘটনার জন্য গোবিন্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। অবশ্য শুধুমাত্র গোবিন্দাই নন, একবার অমরীশের থেকে বকা খেয়েছিলেন আমির খানও। আমির তখন কন্টিনিউয়িটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তখনই একটি ভুলের জন্য সকলের সামনে তাঁকে বকেছিলেন অমরীশ। যদিও এক্ষেত্রেও পরে আমিরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি।