প্রযুক্তিচালিত এই দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ভাইরাল (Viral) হতেই থাকে। কখনও কোনও ছবি, কখনও ভিডিও, কখনও আবার কোনও মানুষের জীবনকাহিনী- সাড়া ফেলে দেয় সমাজমাধ্যমে। সম্প্রতি যেমন এক নীল তারকার (Adult star) জীবন পাল্টে যাওয়ার গল্প নজর কেড়েছে নেটিজেনদের। কীভাবে একজন কৃষক (Farmer) থেকে কোটিপতি হলেন, সেই কাহিনীই শুনিয়েছেন তিনি।
এই দুনিয়ার প্রায় প্রত্যেক মানুষই অর্থ উপার্জন করতে চান। এই টাকা আয়ের জন্য অনেকে উদয়াস্ত পরিশ্রমের পথ বেছে নেন, অনেকে আবার শর্ট কাট রাস্তায় হাঁটা দেব। এভাবেই এক শর্ট কাট রাস্তা বেছে নিয়েছিলেন আমেরিকার শিকাগোয় বসবাসকারী এমা ম্যাগনোলিয়া (Emma Magnolia)। সম্প্রতি তাঁর জীবনকাহিনী তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থান করে নিয়েছে বহু সংবাদমাধ্যমে।
একসময় ক্ষেতে চাষবাস করে দিন কাটাতেন এমা। কিন্তু এরপরই অর্থ উপার্জনের জন্য একটি অশ্লীল সাইটে সিনেমা বানাতে শুরু করেন তিনি। এরপরই বদলে যায় এই তরুণীর ভাগ্য। একসময় কোটি টাকা যার কাছে স্বপ্ন ছিল, তাঁরই মাসিক উপার্জন গিয়ে দাঁড়ায় প্রায় ২ কোটি টাকায়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এমা যে অশ্লীল সাইটে নাম লিখিয়েছিলেন সেখানে রেজিস্ট্রেশন করার পর প্রত্যেকে নিজের বোল্ড ছবি শেয়ার করে। সেই সকল ছবি দেখার জন্য ইউজাররা মোটা টাকা দিয়ে সেই সাইটের সাবস্ক্রিপশন গ্রহণ করেন।
এমন অনেকে আছেন যারা অ্যাডাল্ট সাইট থেকে মোটা টাকা উপার্জন করার পর সেখান থেকে অবসর নিয়ে নিয়েছেন। সেই তালিকাতেই নাম তুলতে চলেছেন এমা। তিনি সম্প্রতি জানিয়েছেন, একসময় সাধারণ এক কৃষক ছিলেন তিনি। তবে সংশ্লিষ্ট অ্যাডাল্ট সাইটে নাম লেখানোর পর বদলে যায় তাঁর ভাগ্য। সেখান থেকে প্রচুর টাকা উপার্জন করেছেন তিনি। তবে শীঘ্রই নীল দুনিয়াকে বিদায় জানাতে চান বলে জানিয়েছেন এমা।
তাঁর কথায়, এই দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি ফের নিজের পুরনো পেশা অর্থাৎ কৃষিকাজে ফিরতে চান। ২২ বছর বয়সী এই তরুণীর কথায়, নীল দুনিয়ায় পা রাখার পর তাঁকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। তবে তাঁর কাছে কৃষিকাজই বেশি পছন্দের। পাশাপাশি এমা তাঁর সকল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তাঁদের জন্যই প্রত্যেক মাসে ২ কোটিরও বেশি অর্থ উপার্জন করতে পেরেছেন তিনি। আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলেও এবার নীল জগতকে বিদায় জানিয়ে নিজের পুরনো পেশায় ফেরার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এমা।