• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম সিজন সুপারহিট হলেও আসবে না নতুন সিজন! আর কখনও দেখতে পাবেন না এই ৫ ওয়েব সিরিজ

ওয়েব সিরিজ (Web Series) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। ওয়েব সিরিজের জন্য এখন অনেক দর্শক হলবিমুখও হয়ে উঠেছেন। মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার চেয়ে বাড়িতে বসে পছন্দের ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করেন তাঁরা। তবে ওয়েব সিরিজ মানেই সবসময় যে সুপারহিট হবে তা কিন্তু নয়। এমন অনেক সিরিজ রয়েছে যেগুলি ব্যর্থতার কারণে বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নতুন সিজন না বানানোর (Cancel) সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আজকের প্রতিবেদনে এমন ৫ সিরিজের (Hindi Web Series) নাম তুলে ধরা হল যেগুলির নতুন সিজন আর আসবে না।

বার্ড অফ ব্লাড (Bard Of Blood)- ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি অভিনীত এই সিরিজ। স্পাই থ্রিলার ঘরানার এই সিরিজ প্রযোজনা করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। প্রথম সিজন বেশ ভালোলেগেছিল দর্শকদের। কিন্তু তা সত্ত্বেও এই সিরিজের দ্বিতীয় সিজন না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

   

Bard Of Blood, Bard Of Blood web series

দ্য ফেম গেম (The Fame Game)- বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের ডেবিউ সিরিজ এটি। প্রযোজনা করেছিলেন করণ জোহর। ভিন্ন স্বাদের এই সিরিজের প্রথম সিজন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু তা সত্ত্বেও ‘দ্য ফেম গেম’র দ্বিতীয় সিজন ক্যানসেল করে দিয়েছে নির্মাতারা।

The Fame Game, The Fame Game web series

তাণ্ডব (Tandav)- বলিউড সুপারস্টার সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার অভিনীত এই সিরিজ দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। যদিও প্রচুর বিতর্কেও জড়িয়েছিল এই সিরিজটি। শেষ পর্যন্ত দ্বিতীয় সিজন বাতিল করে দেওয়া হয়।

Tandav, Tandav web series

লীলা (Leila)- হুমা কুরেশি অভিনীত এই সিরিজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই সিরিজটি ধার্মিক ভাবাবেগে আঘাত করেছে। প্রবল বিতর্কও হয়েছিল ‘লীলা’ নিয়ে। শেষ পর্যন্ত দ্বিতীয় সিজন না বানানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা।

Leila, Leila web series

মস্তরাম (Mastram)- তালিকায় সবার শেষ নাম রয়েছে এমএক্স প্লেয়ারের ‘মস্তরাম’ সিরিজটির। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল এই সিরিজটি। প্রচুর ভিউয়ারশিপও এসেছিল।

Mastram, Mastram web series

কিন্তু তা সত্ত্বেও ‘মস্তরাম’র সিজন ২ না বানানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা। শুধু তাই নয়, অজানা কারণে সিজনও সরিয়ে নেওয়া হয়।

site