আজ বলিউডের অন্যতম নামী অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) জন্মদিন। ৩৮ বছরে পা দিলেন অভিনেতা। বলিউডের ইতিহাসের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা আয়ুষ্মান এমন একজন অভিনেতা যিনি সমাজের কঠিন বাস্তব নিয়ে সিনেমা তৈরি করেন। ‘দম লাগাকে হাইসা’ থেকে শুরু করে ‘আর্টিকেল ১৫’- অভিনেতার সব ছবিই একথার জলজ্যান্ত প্রমাণ। তবে জানেন কি, একসময় পরপর ৩ ফ্লপের পর এই অভিনেতার কেরিয়ারই (Career) ডুবতে বসেছিল? আজকের প্রতিবেদনে সেই অজানা কাহিনীই তুলে ধরা হল।
আয়ুষ্মানের জন্ম ১৯৮৪ সালের ১৪ সেপ্টেম্বর চণ্ডীগড়ে হয়েছিল। তাঁর পিতা ছিলেন সেখানকার নামী জ্যোতিষী পি.খুরানা। চণ্ডীগড় থেকেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন অভিনেতা। ইংরেজি সাহিত্যে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পর সাংবাদিকতা স্নাতকোত্তরের পড়াশোনা করেছিলেন বলিপাড়ার এই নামী অভিনেতা।
আয়ুষ্মানের পিতা তাঁকে শুরু থেকেই নানান ধরণের সৃজনাত্মক জিনিসের সঙ্গে যুক্ত থাকার জন্য উৎসাহিত করতেন। অভিনেতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। এরপর দিল্লিতে গিয়ে রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন অভিনেতা। ‘মান ইয়া না মান ম্যায় তেরা আয়ুষ্মান’ নামের একটি শো হোস্ট করতেন তিনি। এই কারণে ২০০৭ সালে ‘অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিনি।
তবে এরপর ধীরে ধীরে বিনোদন দুনিয়ার প্রতি আগ্রহ বাড়তে থাকে আয়ুষ্মানের। ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’এ অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই শো’য়ে বিজয়ী হওয়ার পর বিভিন্ন শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যেত তাঁকে। সেখানে কাজ করতে করতেই আস্তে আস্তে তাঁর সামনে খুলে যায় বলিউডের দরজা। আয়ুষ্মানের প্রথম ছবি ছিল ‘ভিকি ডোনর’।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে রীতিমতো সারা ফেলে দিয়েছিল। প্রশংসিত হয়েছিল আয়ুষ্মানের অভিনয়। তবে এরপর আয়ুষ্মান অভিনীত ‘নৌটঙ্কি শালা’, ‘বেবকুফিয়া’ এবং ‘হাওয়াইজাদা’ বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে। প্রায় ডুবতে বসেছিল অভিনেতার কেরিয়ার। এসবের জন্য অবশ্য সুপারহিট ‘ভিকি ডোনর’কেই দায়ী করতেন তিনি।
একবার এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, ‘আমার প্রথম ছবির (ভিকি ডোনর) অভিশাপ যে আমার বাকি সিনেমাগুলি ফ্লপ হয়েছিল। ‘ভিকি ডোনর’ একটা বেঞ্চমার্ক ছিল। যে কারণে আমার প্রতি দর্শকদের চাহিদা অনেকটা বেড়ে যায়’। তবে ফ্লপের হ্যাটট্রিকের পর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দম লাগাকে হাইসা’র মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান অভিনেতা।
এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি আয়ুষ্মানকে। ‘ড্রিম গার্ল’, ‘বধাই হো’ থেকে শুরু করে ‘আর্টিকেল ১৫’, ‘শুভ মঙ্গল সাবধান’- আয়ুষ্মান অভিনীত একাধিক সিনেমা বক্স অফিসে একেবারে ঝড় তুলেছিল। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি আয়ুষ্মান কিন্তু একজন দুর্দান্ত গায়ক এবং ডান্সারও। ‘ভিকি ডোনর’ ছবির ‘পানি দা রঙ্গ’ গানের জন্য সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন আয়ুষ্মান।