ওয়েব সিরিজ (Web Series) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি জিনিস। সিনেমাহল ছেড়ে অনেকেই এখন হয়ে উঠেছে ওটিটিপ্রেমী (OTT)। একটি সিরিজ শেষ করেই পরবর্তী সিরিজ দেখতে বসে পড়েন দর্শকরা। সেই সঙ্গেই পরবর্তী সিজনের অপেক্ষা তো রয়েছেই। প্রত্যেক মাসেই দর্শকদের জন্য কোনও না কোনও নতুন সিরিজ নিয়ে আসে ওটিটি প্ল্যাটফর্মগুলি। জুন (June) মাসেও অন্যথা হবে না। আগামী মাসে ওটিটির পর্দায় রিলিজ করতে চলেছে ৪টি সুপারহিট সিরিজ। আজকের প্রতিবেদনে সেই সিরিজগুলির নামই তুলে ধরা হল।
অসুর ২ (Asur 2)- আরশাদ ওয়ার্সি, বরুণ সোবতি অভিনীত ‘অসুর’ সিরিজটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। রহস্য-রোমাঞ্চে ভরা এই সিরিজ দেখতে বসলে ফোন থেকে চোখ সরানো দায় হয়ে পড়ে। প্রায় ৩ বছরের অপেক্ষা শেষে ১ জুন জিও সিনেমায় রিলিজ করতে চলেছে ‘অসুর ২’।
স্কুপ (Scoop)- টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় হিন্দি ওয়েব সিরিজ এটি। ‘জুবিলি’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘স্কুপ’ নিয়ে আসছেন বুম্বাদা। জিগনা বোরার বই ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লাঃ মাই দেজ ইন প্রিজন’ অবলম্বনে তৈরি হয়েছে নেটফ্লিক্সের এই সিরিজ। একজন সাংবাদিকের চরিত্রে দেখা মিলবে প্রসেনজিতের। এছাড়াও অভিনয় করেছেন করিশ্মা তান্না, হরমন বাওয়েজার মতো বলিউডের নামী তারকারা। আগামী ২ জুন রিলিজ করছে ‘স্কুপ’।
স্কুল অফ লাইস (School Of Lies)- একজন স্কুল ছাত্রের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী দেখানো হবে এই সিরিজে। ১২ বছরের এক শিশুকে উদ্ধার করতে নেমেই একাধিক রহস্য উন্মোচিত হতে থাকবে। বলিউডের নামী নায়িকা নিমরত কৌর অভিনীত এই সিরিজ আগামী ২ জুন ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে।
দ্য নাইট ম্যানেজার ২ (The Night Manager 2)- ডিজনি প্লাস হটস্টারের এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন ‘আশিকী ২’ নায়ক আদিত্য রায় কাপুর। সঙ্গে রয়েছেন অনিল কাপুর, শোভিতা ধুলিপালা, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোমের মতো তারকারা।
অস্ত্র পাচারকারী শৈলেন্দ্র ‘শেলি’ রুংটার (অনিল) মুখোশ খুলে দেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে শান সেনগুপ্ত (আদিত্য)। শেষ পর্যন্ত কি শান পারবে শৈলেন্দ্রর মুখোশ খুলতে নাকি ধরা পড়ে নিজের প্রাণ হারাবে সে? যাবতীয় উত্তর নিয়ে আগামী ৩০ জুন রিলিজ করছে ‘দ্য নাইট ম্যানেজার ২’।