• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আল্লু অর্জুন থেকে পুষ্পা, সময় লাগত ২ ঘণ্টা, কিভাবে হত এমন ট্রান্সফরমেশন! রইল সেই মেকআপের ভিডিও

Published on:

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crore,bahubali,বাহুবলী,মেকাপ,allu arjun make up,make up

ইতিমধ্যেই সারা দেশ তথা বিশ্বে সারা ফেলে দিয়েছে আল্লু অর্জুনের ছবি পুষ্পা। ‘পুষ্পা ঝুকেগা নেহি’ এই সংলাপ এখন সারা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, পাশাপাশি এই ছবির গান, দৃশ্য, আল্লু অর্জুনের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’।

পুষ্পা ছবিতে আল্লু অর্জুনের স্টাইল স্টেটমেন্ট অত্যন্ত সাধারণ থাকলেও তা মন কেড়েছে ৮ থেকে ৮০ এর। কিন্তু জানিয়ে রাখি বাস্তব জীবনে একেবারেই অভিনেতা এত রাফ অ্যান্ড টাফ আবার কৌতুকপ্রিয় গোছের নয়। মেকাপেই তিনি আল্লু থেকে পুষ্পা হয়ে উঠেছেন।

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crore,bahubali,বাহুবলী,মেকাপ,allu arjun make up,make up

সম্প্রতি ভাইরাল হয়েছে আল্লু অর্জুনের এই মেকাপ ভিডিওই। ভিডিওতেই দেখা যাচ্ছে, প্রথমে এক্কেবারে অন্য লুকে হাজির হচ্ছেন অভিনেতা তারপর কয়েক প্রস্ত মেকাপের পরেই তিনি হয়ে উঠছেন পুষ্পা রাজ। শ্যুটিং এর জন্য প্রত্যেকদিন তাকে দীর্ঘসময় ধরে তৈরি হতে হত৷ অভিনেতার মেকাপ আর্টিস্ট অনেকটা সময় নিয়ে নিখুঁত করে সাজাতেন আল্লুকে। মেকাপ শেষে যখনই আল্লু থেকে পুষ্পা হয়ে উঠতেন অভিনেতা, তখন খুবই খুশি হতেন৷

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crore,bahubali,বাহুবলী,মেকাপ,allu arjun make up,make up

প্রসঙ্গত, পুষ্পার হিন্দী সংস্করণও ১০০ কোটি আয় করে বাহুবলীর রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে। এই ছবি মুক্তির আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল। মুক্তির পরেও প্রায় এক মাস ধরে থামার নাম নেই পুষ্পার সাফল্যতরী।

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crore,bahubali,বাহুবলী,মেকাপ,allu arjun make up,make up

সবচেয়ে মজার ব্যাপার ওটিটি তে এই ছবি রিলিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই তবুও হল ফাঁকা যাচ্ছেনা। ফার্স্ট পার্টেই এই হাল, দ্বিতীয় পার্টের জন্য এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শকেরা। এর আগে পরিচালক এস এস রাজামৌলির বাহুবলী ছবিটি প্রথম দিনে ৫ কোটি টাকার ব‍্যবসা করে মোট ১১৭ কোটি টাকার ব‍্যবসা করেছিল। কিন্তু পুষ্পা সেই রেকর্ডটাও ভেঙে খান খান করে দিয়েছে ইতিমধ্যেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥