বাংলা টেলিভিশনের (Bengali Serial Actors) অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো (Reality Show) হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। জি বাংলায় সম্প্রচারিত এই শোয়ের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে অনেকের ভাগ্যও বদলে গিয়েছে। ‘ডান্স বাংলা ডান্স’এ জনপ্রিয়তা পেয়ে অনেক নৃত্যশিল্পী অভিনয় দুনিয়ায় পা রেখেছেন এবং আজ তাঁরা টেলি দুনিয়ার নামী তারকা (Television Actors)। ‘ডিবিডি’ থেকে কেরিয়ার শুরু করা এমনই ৫ টেলি তারকার নাম এক ঝলকে দেখে নেওয়া যাক।
রুবেল দাস (Rubel Das)- জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের সৃজনের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। জনপ্রিয় এই টেলি অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’র হাত ধরে। এরপরই বদলে যায় রুবেলের ভাগ্য। এখন ছোটপর্দায় জনপ্রিয়তম নায়কদের মধ্যে একজন হলেন তিনি।
অহনা দত্ত (Ahona Dutta)- স্টার জলসার টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় খলনায়িকা মিশকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত। তবে আপনি কি জানেন, বাস্তব জীবনে অহনা কিন্তু একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। ‘ডান্স বাংলা ডান্স’এ অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
মোহনা মাইতি (Mohana Maiti)- চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি। এই মোহনারও কেরিয়ার শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’র হাত ধরে। এরপরেই সিরিয়ালে কাজের সুযোগ পান তিনি।
মেঘা দাঁ (Megha Daw)- জি বাংলার ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মেঘা দাঁ। তবে অনেকেই জানেন না, এর আগে ‘ডান্স বাংলা ডান্স’এ অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে নজর কাড়ার পরেই ছোটপর্দায় কাজের সুযোগ পান মেঘা।
অলিভিয়া সাহা (Olivia Saha)- তালিকায় সবার শেষে নাম রয়েছে অভিনেত্রী অলিভিয়া সাহার। বাংলার দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘নিপা’ নামেই বেশি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’য়ে এই চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
তবে আপনি কি জানেন, অলিভিয়া ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’এ অংশগ্রহণ করেছিলেন। এরপরই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। ‘রানী রাসমণি’, ‘খনার বচন’, ‘মিঠাই’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অলিভিয়া।