ফের আধ্যাত্মিকতায় মুড়তে চলেছে বলিউড (Bollywood)। ধর্মা প্রোডাকশনের (Dharma Production) এর তরফে করণ জোহারের (Karan johar) প্রযোজনায় বলিউডে তৈরি হতে চলেছে শ্রী শ্রী রবি শঙ্করের (sri sri ravi shankar) বায়োপিক (biopic)। ট্যুইট বার্তায় একথা নিজেই জানিয়েছেন করণ জোহার।
গত ১৩ ই মে গুরুজির জন্মদিনের দিনই এই সুখবর জানান করণ। এই ছবির নাম হতে চলেছে ‘ফ্রি’। করণ জানান, রবি শঙ্করের জীবনের নানান অজানা খুটিনাটি তথ্য তুলে ধরা হবে এই ছবিতে৷ মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়াই হবে এই ছবির মূল উদ্দেশ্য।করণের প্রযোজনায় মন্টু বাস্সির পরিচালনায় মুক্তি পাবে এই ছবি। শুধু হিন্দি নয় মোট ২১ টি ভাষায় প্রায় ১০০ টি দেশে এই ছবি মুক্তির কথা ভাবা হয়েছে।
https://twitter.com/karanjohar/status/1392774132991856643?ref_
প্রসঙ্গত, গত বছর লকডাউন চলাকালীন শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে একটি আলোচনা সভাতেও দেখা গেছিল করণকে। ‘হার্ট টু হার্ট’ নামের ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই প্রখ্যাত পরিচালক-প্রযোজক, সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু রবি শঙ্কর। এহেন কঠিন পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য ইতিবাচক বার্তা দিয়েছিলেন গুরুজী। এছাড়াও করণ ইতিমধ্যেই ত্রাণ সংগ্রহের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। আই ব্রিদ ফর ইন্ডিয়া সংস্থার করোনা ত্রাণ নিয়ে প্রচারে নেমেছেন তিনি। নিজেও অনুদান দিয়েছেন ফান্ডে।