টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ জিতু এবং নবনিতা। টেলিপাড়াতেই তাদের প্রেমের সূত্রপাত। এরপর প্রেম থেকে সরাসরি গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। তাদের বিয়ের বয়স দুই বছর। এমনিতে এই দম্পতি সারাক্ষণই প্রেমেই মজে থাকেন। কার্যত একে অপরকে চোখে হারান তারা। তাদের আদর সোহাগের মিষ্টি ছবি ভিডিও দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মাঝেমধ্যেই পোস্ট করেন তারা। রেসুরেন্ট থেকে পুজো, শপিং মল থেকে ঘুরতে যাওয়া সবেতেই দুজন যেন রাজযোটক।
কিন্তু হঠাৎ গুঞ্জন উঠেছিল এই দম্পতির মধ্যে ব্রেকাপ হয়ে গেছে। জিতু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্রেকাপ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন। আর তা নিয়েই তুমুল জল্পনা শুরু হয়। কিন্তু পরে বোঝা যায় ভিডিওটি পুরোটাই মজা করে করা।।
View this post on Instagram
এখন দম্পতি ছুটি কাটাতে পাহাড়ে গেছেন। কখনও দু’জনে এলোমেলো ছুটছেন খোলা আকাশের নীচে। হাঁটছেন পাহাড়ের পাকদণ্ডি বেয়ে। কখনো শাহরুখের স্টাইলে ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানে সেরে নিচ্ছেন রোমান্স। তাদের প্রেমে মন মজেছে নেট নাগরিকদেরও। অনেকেই তাদের আশীর্বাদ করে সুখে থাকতে বলেছেন।
View this post on Instagram