• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলে যান দীঘা-পুরী! রইল কলকাতার বুকেই ২২০০ টাকায় ঘুরে আসার মত দুর্দান্ত ডেস্টিনেশনের হদিশ

Published on:

Forget Digha Puri, you may visit Banalata resort in Bankura in just 2200 Indian rupees

ঘুরতে (Travel) যেতে প্রত্যেক মানুষেরই খুব ভালোলাগে। কিন্তু এখনকার সদাব্যস্ত জীবনে লম্বা ছুটি নিয়ে কোথাও ঘুরতে (Travel) যাওয়ার আশা করা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। সেই জন্য আজকের প্রতিবেদনে এমন একটি স্থানের হদিশ দেওয়া হল যেটি সপ্তাহান্তের ছুটির জন্য একেবারে পারফেক্ট। উপরন্তু সেখানে ঘুরতে যাওয়ার খরচও নামমাত্র।

আজকের প্রতিবেদনে লাল মাটির দেশ বাঁকুড়ার (Bankura) একটি মনোরম জায়গার হদিশ দেওয়া হল। বা বলা ভালো, একটি রিসর্টের খোঁজ দেওয়া হল। অনেকেই হয়তো বনলতা রিসর্টের (Banalata Resort) নাম শুনেছেন। কলকাতার (Kolkata) কাছাকাছি অবস্থিত এই রিসর্টে সপ্তাহান্তের ছুটি কাটাতে অনেকেই ছুটে যান। দু-তিনদিনের ছুটি কাটানোর জন্য একেবারে আদর্শ স্থান হল বনলতা রিসর্ট।

Banalata resort

সবুজে ঘেরা এই বনলতা রিসর্ট অবস্থিত জয়পুর জঙ্গলের মাঝে। কৃত্রিমভাবে একটি বিরাট বড় জায়গাকে সাজিয়ে রিসর্ট করে তোলা হয়েছে। পার্টনারের সঙ্গে একা হোক, বা পরিবারকে নিয়ে- শান্তিতে কয়েকটা দিন কাটানোর জন্য বনলতা রিসর্ট একদম পারফেক্ট। শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এই স্থানে গেলে এক অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন হবেন আপনি।

Banalata resort

এই বনলতা রিসর্টের একটি বিশেষত্বও রয়েছে। এখানে নানান রকমের মাংস পাওয়া যায়। হাঁস, মুরগির পাশাপাশি এখানে চাইলে ইমু, কোয়েল, টার্কির মাংসও পাবেন আপনি। স্পেশ্যাল খাবারের মধ্যে রয়েছে বনমুরগির কষা। চাইলে সেটিও একবার টেস্ট করতে পারেন। পাশাপাশি এখানে যা খাবার খাবেন সেটির চাষও এই রিসর্টেই করা হয়।

Banalata resort

এত কিছু শোনার পর এখন নিশ্চয়ই বনলতা রিসর্টে যেতে ইচ্ছা করছে? তবে মাথায় হয়তো ঘুরছে বাজেটের চিন্তা। তাহলে জানিয়ে রাখি, চিন্তা করার কিচ্ছু নেই। কারণ পকেটে মাত্র ২২০০ টাকা নিয়েই আপনি এখানে চলে যেতে পারেন।

Banalata resort

বনলতা রিসর্টে থাকার কোনও অসুবিধা নেই। দাম শুরু হয় মাত্র ২২০০ টাকা থেকে। এছাড়া কটেজও রয়েছে। যার ভাড়া ৬২৭০ থেকে ১১৮০০ টাকা পর্যন্ত। খাবারের দাম অবশ্য আলাদা করে দিতে হবে। আবার আপনি যদি চান, তাহলে জঙ্গল সাফারিতেও যেতে পারেন। তাহলে আর দেরি কীসের! একদিন প্ল্যান করে বেরিয়ে পড়ুন বনলতা বনলতা রিসর্টের উদ্দেশে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥