• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক পলকে গায়েব সব ক্লান্তি! দীঘা-পুরী ছেড়ে সস্তায় ঘুরে আসুন কলকাতার কাছে এই অচেনা ‘সি বিচ’ থেকে

Published on:

Digha,Puri,Kolkata,Sea beach,Travel destination,Travel,Travel news,সি বিচ,সমুদ্র সৈকত,দীঘা,পুরী,কলকাতা,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,Sea beach near Kolkata,কলকাতার কাছাকাছি সমুদ্র সৈকত,কলকাতার কাছাকাছি সি বিচ

সমুদ্র (Sea Beach) নাকি পাহাড়- ঘুরতে যাওয়ার জন্য (Travel Destination) সেরা জায়গা কোনটা? এই দ্বন্দ্ব যে কত বছর ধরে চলে আসছে তার হিসেব নেই। কেউ সমুদ্রে সৈকতে ঘুরতে যেতে ভালোবাসেন, কারোর আবার পাহাড়ের কোলে সময় কাটানো বেশি পছন্দের। তবে সদা ব্যস্ত এই জীবনে মন চাইলেই তো আর ঘুরতে যাওয়া যায় না। এক সপ্তাহের ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এখন অলীক কল্পনা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য বেশিরভাগ মানুষ এখন দু’দিনের ছুটিতে কাছাকাছি কোথাও ঘুরতে যেতেই বেশি পছন্দ করেন।

অধিকাংশ বাঙালি যেমন দু’দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই হয় দীঘা (Digha), মন্দারমণি (Mandarmani) নাহলে পুরী (Puri) চলে যান। সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য ‘দীপু’ ছাড়াও যে আরও অনেক জায়গা রয়েছে তা অনেকে জানেনই না। আজকের প্রতিবেদনে তাই কলকাতার (Kolkata) কাছাকাছি একেবারে অচেনা একটি সমুদ্র সৈকতের হদিশ দেওয়া হল, যেখানে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর মন।

Sea Beach, Sea Beach near Kolkata

সম্প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য দীঘায় ভোর সাগর এবং ঢেউ সাগর নামে দু’টি সি বিচের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমুদ্র সৈকতের নাম রাখা রাখা হয়েছে সূর্য সাগর। মুখ্যমন্ত্রী নিজে এই নামকরণ করেছেন। শীঘ্রই পর্যটকদের জন্য এই সি বিচ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

তবে এখনই এই সমুদ্র সৈকতে আপনি যেতে পারবেন না। কারণ সম্প্রতি এই বিষয় নিয়ে দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নতুন এই সমুদ্র সৈকতে খোলার বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

Sea Beach, Sea Beach near Kolkata

পূর্ব মেদিনীপুরের দীঘা সহ অন্যান্য সৈকত শহরগুলি বাংলার পর্যটনের অন্যতম আকর্ষণ। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোটেল মালিক এবং স্থানীয় প্রশাসনকে সমুদ্র সৈকত পরিষ্কার রাখার আবেদন করেছেন।

Sea Beach, Sea Beach near Kolkata

কয়েকদিন আগেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এতে আরও বেশি পর্যটক দীঘায় যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নতুন সমুদ্র সৈকত খুলে গেলে সেখানেও পর্যটকরা ভিড় জমাতে পারবেন। সব মিলিয়ে, পর্যটনকেন্দ্র হিসেবে দীঘা যে ব্যাপক উন্নতি করতে তা কিন্তু স্বীকার করতেই হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥