গরমের ছুটি মানেই ভ্রমণপিপাসু মানুষদের মনটা ঘুরু ঘুরু (Travel) করতে শুরু করে দিয়েছে। কিন্তু এখনকার এই সদাব্যস্ত জীবনে এক সপ্তাহের ছুটি নিয়ে ঘুরতে যাওয়া অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। সেই জন্য আজকের প্রতিবেদনে কলকাতার (Kolkata) কাছাকাছি ‘মিনি গোয়া’র (Mini Goa) হদিশ দেওয়া হল, যেখানে একবার গেলেই চাঙ্গা হয়ে যাবে আপনার শরীর-মন দুই-ই।
এমনিতেই এই প্যাচপ্যাচে গরমে সমুদ্রস্নানের কথা ভেবেই শরীরটা যেন একটু ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু একঘেয়ে দীঘা-পুরী যেতেও মন চাইছে না। আবার গোয়ায় যাওয়ার মতো সময় কিংবা বাজেট হয়তো নেই! সেই জন্য মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ‘মিনি গোয়া’র হদিশ এই প্রতিবেদনে তুলে ধরা হল। এই গরমে সপ্তাহান্তের ছুটির জন্য এই জায়গা একেবারে পারফেক্ট।
বকখালির কাছাকাছিই অবস্থিত লক্ষ্মীপুর সমুদ্র সৈকত (Laxmipur sea beach)। এই সমুদ্র সৈকতটিই ‘মিনি গোয়া’ নামেও পরিচিত। কলকাতা থেকে খুব বেশি দূরত্বও নয়। তিলোত্তমা থেকে মাত্র ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। সেই জন্য যাতায়াতেও বেশি সময় লাগবে না।
এছাড়াও এখানে ঘোরার খরচও খুব কম। পকেটে মাত্র ১২০০ টাকা নিয়েই আপনি ঘুরে আসতে পারবেন ‘মিনি গোয়া’ থেকে। আপনি যদি এখানে রাত কাটাতে চান, তাহলে সেই সুবিধাও রয়েছে। এসি/ নন এসি দু’ধরণের ঘরই এখানে পেয়ে যাবেন। পাশাপাশি লাঞ্চ এবং ডিনারের বন্দোবস্তও রয়েছে।
আপনি যদি ‘মিনি গোয়া’য় রাত কাটান তাহলে ট্রিপের খরচ স্বাভাবিকভাবেই একটু বাড়বে। কিন্তু তাও চিন্তার কিছু নেই। কারণ এখানে রাত্রিবাস এবং খাওয়ার খরচ কোনোটাই খুব বেশি নয়। তাই আপনার পকেটেও খুব বেশি চাপ পড়বে না।
‘মিনি গোয়া’য় কীভাবে যাবেন?
শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে নামখানায় নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি অথবা বাসে করে পৌঁছে যেতে হবে নিজের গন্তব্যে। এরপর মাত্র ৩০ মিনিট হেঁটে পৌঁছে যাবেন লক্ষ্মীপুর সমুদ্র সৈকত অর্থাৎ মিনি গোয়ায়।