• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেতা থেকে নেতা হওয়ার দৌড়ে, রাম,বাম, ঘাসফুল সবার ডাক পেয়েও এই কারণে যাননি অভিষেক

Abhishek chatterjee,Sanjukta chatterjee,tollywood,West Bengal political parties,tollywood and political parties,entertainment,viral,অভিষেক চ্যাটার্জি,সংযুক্তা চ্যাটার্জি,টলিউড,পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল,টলিউড এবং রাজনৈতিক দল,বিনোদন খবর,ভাইরাল

বিনোদন জগতের সাথে রাজনীতি এক্কেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেম একটা করে ভোট আসে আর অভিনেতাদের নেতা হওয়ার হিড়িক লাগে। টলিউডের দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান থেকে শুরু করে সিরিয়ালের একাধিক তারকারা ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নিজেদের জায়গা পোক্ত করে ফেলেছেন। গত বিধানসভা নির্বাচনের দিকে চোখ রাখলেই দেখা যাবে সবুজ এবং গেরুয়া শিবিরের বেশিরভাগ প্রার্থীই ছিলেন টলিপাড়ার।

এই রাজনীতিতে যোগ দেওয়ার লোভনীয় সুযোগ কিন্তু প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির (Abhishek Chatterjee) কাছেও এসেছিল৷ কিন্তু এর থেকে বিরত ছিলেন অভিনেতা। অভিনেতা অভিষেক চ্যাটার্জি র স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি এই বিষয়ে বলেন, একাধিক রাজনৈতিক দল থেকে ডাক পাওয়ার পরেও কারোর কাছেই মেরুদণ্ড বন্ধক দেননি অভিনেতা।

Abhishek Chatterjee sraddhanusthan

প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির স্ত্রী সংযুক্তা জানান, অভিষেকের কাছে রাজনীতির ময়দান ছিল তার কাছে ডার্টি পলিটিক্স। তাই প্রথম সারির রাজনৈতিক দল যেমন তৃণমূল বিজেপির কাছ থেকে বারংবার তার কাছে প্রস্তাব এলেও তিনি বরাবরই মুক্ত মনে ফিরিয়ে দিয়েছিলেন৷

Abhishek chatterjee,Sanjukta chatterjee,tollywood,West Bengal political parties,tollywood and political parties,entertainment,viral,অভিষেক চ্যাটার্জি,সংযুক্তা চ্যাটার্জি,টলিউড,পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল,টলিউড এবং রাজনৈতিক দল,বিনোদন খবর,ভাইরাল

অভিনেতা জানিয়েছিলেন, তিনি কোন দিনই কোনও অবস্থাতেই রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করবেন না। এর কারন , অভিনেতা মনে করতেন তিনি যদি রাজনীতিতে প্রবেশ করেন তাহলে তার পরিবারের শান্তি ক্ষুন্ন হবে। প্রয়াত অভিনেতার মতে রাজনীতি হল নোংরা মনের জায়গা। আর শেষ দিন পর্যন্ত অভিষেকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানসিক শান্তি। কোনোওকিছুর বিনিময়েই তা হারাতে রাজি ছিলেন না অভিনেতা।

অভিনেতা থেকে নেতা হওয়া যখন ট্রেন্ড তখন অভিষেকের একটাই দাবি ছিল অভিনয়ের জগতে আরও ভালো কাজ৷ অন্য কোনোও কিছু থেকেই নিজের পকেট ভরাতে রাজি ছিলেন না অভিষেক, সেখাবে রাজনীতির মতো ‘নোংরা’ ক্ষেত্র তো নৈব নৈব চ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥