• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের স্বার্থে বন্ধুর পিঠেও ছুরি মারে! রেখাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ অরুণা ইরানির

Updated on:

Aruna Irani reveals her good friend Rekha got her thrown out of the film Mangalsutra

সত্তরের দশকের সিনেপ্রেমী মানুষদের কাছে রেখা (Rekha) এবং অরুণা ইরানি (Aruna Irani)- এই নাম দু’টি বেশ পরিচিত। একজন ছিলেন বলিউডের (Bollywood) সেরা নায়িকাদের মধ্যে একজন এবং অপরজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করেছিলেন। নায়িকা হওয়ার সমস্ত গুণ, যোগ্যতা এবং অভিনয় দক্ষতা থাকলেও অরুণাকে কোনও দিন মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। সম্প্রতি এই অভিনেত্রীই রেখার বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন।

সম্প্রতি পুরনো স্মৃতি হাতড়ে কেরিয়ারের একটি তিক্ত অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অরুণা। অভিনেত্রী জানান, ‘ভালো বন্ধু’ হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের স্বার্থে তাঁকে একটি ছবি থেকে বাদ দিয়েছিলেন রেখা। এএনআই’এর পডকাস্ট শোতে এই বিষয়ে মুখ খোলেন তিনি। যা শোনার পর স্বাভাবিকভাবেই বেশ অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Rekha and Aruna Irani

অরুণা বলেন, ‘রেখা আমার খুব কাছের বান্ধবী ছিল। কিন্তু ওঁর জন্যই আমি ‘মঙ্গলসূত্র’ ছবি থেকে বাদ পড়েছিলাম’। তিনি জানান, সেই ছবিতে তাঁর নায়কের মৃত স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল। মূলত ভূতের চরিত্রেই দেখা যেত তাঁকে। অপরদিকে রেখা অভিনয় করেছিলেন রেখা। কিন্তু শেষ মুহূর্তে বান্ধবী রেখাই অরুণাকে ‘মঙ্গলসূত্র’ ছবি থেকে বাদ করে দিয়েছিলেন।

অরুণা বলেন, ছবি থেকে বাদ পড়ার পর তিনি পরিচালককে জিজ্ঞেস করেছিলেন। তখন পরিচালক জানান, রেখার ইচ্ছা ছিল না বলেই নেওয়া হয়নি তাঁকে। এরপর অন্য একটি ছবি শ্যুটিংয়ে বান্ধবীকে এই বিষয়ে জিজ্ঞেস করেন অভিনেত্রী। জবাবে রেখা সেই অভিযোগ অস্বীকার না করেই বলেছিলেন, ‘দেখ অরুণা ওই ছবিতে যদি পারফরম্যান্স একটুও এদিক ওদিক হয়ে থাকে তাহলে আমায় ভিলেন মনে হবে। আর সেই কারণেই আমি চাইনি চরিত্রটা তুই করিস’।

Mangalsutra movie

শোনা যায়, বান্ধবী অরুণা ইরানির অভিনয়কে বেশ সমীহ করে চলতেন রেখা। আর সেই কারণেই তাঁকে ছবি থেকেও বাদ দিয়েছিলেন। যদিও তাতে মন গলেনি অরুণার। তিনি বলেন, রেখার ফোন করে এই বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। দুঃখ প্রকাশ করে অরুণার সংযোজন, নিজের কেরিয়ারের স্বার্থেই এই কাজ করেছিলেন তিনি।

যদিও বান্ধবী ছবি থেকে বাদ দিলেও সেই তিক্ত স্মৃতি মনে রাখতে চান না অরুণা। পরবর্তীকালে ‘বেটা’ ছবিতে মাধুরী দীক্ষিতের দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এখন ছবিতে কাজ না করলেও, দাপটের সঙ্গে টেলিভিশনের পর্দায় কাজ করে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥