সব খেলার সেরা বাঙালির ফুটবল। অর্থাৎ খেলা তো অনেক আছে কিন্তু বাঙালির সর্বকালের সেরা খেলা হল ফুটবল। আর এই ফুটবল নিয়ে বাঙালির মধ্যে উন্মাদনার শেষ নেই। ডার্বি থেকে ফুটবল বাঙালির ফুটবল প্রেম সব জায়গাতেই চোখে পড়ার মত। ঠিক তেমনি ভালো খেলোয়াড়দের নিয়েও চর্চা থাকে তুঙ্গে। এবার এই ফুটবল খেলার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেটে।
ভাইরাল হওয়া ভিডিওতে পাড়ার ফুটবল ম্যাচের মত একটি ম্যাচ দেখা যাচ্ছে। সেখানে গোলরক্ষক ছেলেটি দুর্দান্ত ভাবে একেরপর এক গোল বাঁচিয়ে যাচ্ছে। আর গোলরক্ষকের এই দুর্দান্ত গোল রক্ষার ভিডিওই এখন তুমুল ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের অফিশিয়াল টুইটের পেজে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি।
Wow! ????
Watch this! Why is India ???????? not winning the world cup in football?— Erik Solheim (@ErikSolheim) December 12, 2020
ভিডিওতে ৭ নং জার্সিতে থাকা ছেলেটির গোল রক্ষকের এই দুর্দান্ত গোল কিপিং এর ভিডিও শেয়ার করে এরিক সোলহেইম লিখেছেন, ‘ অসাধারণ! দেখো এটা, কিন্তু ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপ জিতছে না?’ অর্থাৎ ওই ব্যক্তি ভারতীয় যুবকদের ফুটবলের এই স্কিল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। আর ভাবছেন এই ধরণের ফুটবল খেলোয়াড় যদি ভারতে থাকে তাহলে ভারত কেন ওয়ার্ল্ড কাপ খেলে না!
Surely India ???????? will win football ⚽️ world cup if more encouragement & more support is given by the government authorities @TelanganaCMO @VSrinivasGoud @MinisterKTR @DrRanjithReddy. Giving players right platform to play is very important @suryashaikpet
— Sofia Haseeb Siddiqui (@sofia__BRS) December 12, 2020
এরিকের শেয়ার করা এই ভিডিওটি সাড়ে ১৬ লক্ষেরও বেশি দর্শকে দেখেছেন। সাথে অনেকেই ভিডিওতে মন্তব্যও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ভারত অবশই ওয়ার্ল্ডকাপ জিতবে যদি ভারত সরকার ফুটবলের প্রতি আরো উৎসাহ প্রদর্শন করে ও খেলোয়াড়দের সাহায্য করে’।
Football is much popular in West Bengal, where you can find few of Indias popular clubs like Mohan Bagan, East Bagan.
World cup..still a dream..— Anand Golchha (@Anandgolchha11) December 12, 2020
পশ্চিমবঙ্গের এক ফুটবল প্রেমীও ভিডিওতে নিজের বক্তব্য রেখেছেন। তার মতে পশ্চিমবঙ্গেও ফুটবল খুব জনপ্রিয়। এখানে ভারতের অন্যতম ফুটবল ক্লাবের দুটি যেমন মোহনবাগান ও ইস্টবেঙ্গলে এধরণের অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, যাদের বিশ্বকাপ খেলাটাই হল স্বপ্ন।