• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজ কুন্দ্রার পর্ণকাণ্ডের সাথে যুক্ত ‘দুপুর ঠাকুরপো’র বৌদি! নাম উঠতেই যা বললেন ফ্লোরা সাইনি

Updated on:

বিনোদনের জগতে এখন একটাই আলোচনা তুঙ্গে সেটা হল রাজ কুন্দ্রার পর্ণ কান্ড। অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্ণ কাণ্ডে মুম্বাই পুলিশের কাছে গ্রেফতার হবার পর থেকেই শিরোনামে রয়েছেন শিল্পা ও রাজ দুজনেই। যত দিন যাচ্ছে ততই এই মামলায় আরো নতুন নতুন নাম সামনে আসছে। তদন্তে উঠে আসছে চমকে দেবার মত সমস্ত তথ্য।

ইতিমধ্যেই কোথায় পর্ণ শুটিং হত কতটাকার লেনদেন হত এই সমস্ত তথ্যের হোয়াটস্যাপ চ্যাট ফাঁস হয়ে গিয়েছে। এছাড়াও কোন কোন অভিনেত্রীর সাথে কাজ করতেন রাজ কুন্দ্রা সেই সম্ভাব্য তালিকায় পাওয়া গিয়েছে। হটশটস নামের একটি অ্যাপের মাধ্যমেই রমরমিয়ে চলত এই পর্ণচক্রের ব্যবসা। এছাড়া শিল্পা  শেট্টির বাড়িতে তল্লাশি চালিয়ে গোপন আলমারির খোঁজ মিলেছে যেখান থেকে পাওয়া গিয়েছে পর্ণ তৈরির স্ক্রিপ্ট।

এবার রাজ কুন্দ্রার পর্ণ কাণ্ডে নাম জড়াল ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজ খ্যাত ‘ফুলওয়া বউদি’ অভিনেত্রী ফ্লোরা সাইনির। জানা গিয়েছে ফ্লোরা সাইনিকে নাকি কাস্ট করার কথা ছিল রাজ কুন্দ্রার পরবর্তী একটি প্রজেক্টে। যদিও এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী। রাজ কুন্দ্রার সাথে তার কোনোরকম যোগাযোগ হয়নি এমনটাই বক্তব্য অভিনেত্রীর। এই মর্মে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী।

ভিডিও বার্তায় অভিনেত্রী বলেছেন, ‘ রাজ কুন্দ্রার সাথে আমার কোনো যোগাযোগ নেই।  আমি চুপ থাকলে হয়তো অনেকেই ভাবতেন যে আমি কিছু লুকানোর চেষ্টা করছি। কিন্তু সেটা নয়,, দুটি ব্যক্তির মধ্যে চ্যাটে আমার নাম আছে মানেই আমি সেখানে জড়িত এমনটা কিন্তু মোটেই নয়। তাছাড়া সেখানে সাহসী দৃশ্যে অভিনয় করেন এমন অনেক অভিনেত্রীর নাম ছিল শুধু আমার নাম ছিল না। কিন্তু যেহেতু আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নয় তাই আমার নামটা খুব সহজেই জড়িয়ে দেওয়া হয়েছে’।

 

View this post on Instagram

 

A post shared by Flora Saini (@florasaini)

অভিনেত্রী মতে, পর্ণকাণ্ডের মত একটা বিষয়ে এক মহিলার নাম জড়িয়ে দেওয়াটা কতটা গুরুতর ব্যাপার সেটা বুঝতে পারছে না! অভিনয়ের জগতে আসর পর একাধিক কাজ করেছেন অভিনেত্রী। বেগম জান, স্ত্রীর মত ছবিতে অভিনয়ে করেছেন ফ্লোরা সাইনি। কিন্তু ‘গান্দি বাত’ নামের  একটি বোল্ড ওয়েব সিরিজে অভিনয়ের জেরে তাকে সকলে অন্য কারণেই মনে রেখেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥