• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাম দেয়নি দর্শকরা, শাহরুখ খানের ফ্লপ হওয়া ছবিও ছিল এক একটা মাস্টার পিস! রইল এমন ৫ ছবির তালিকা

Published on:

Flop but masterpiece movies of Shah Rukh Khan

বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) সারা দেশ জুড়ে তো বটেই, সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে জনপ্রিয়তা। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের দর্শকরা। কখনও তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’র রাহুল, আবার কখনও তিনি ‘ডর’ ছবির খলনায়ক- চরিত্র যেমনই হোক না কেন, সবেতেই দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন ‘কিং খান’।

গত ৩০ বছর ধরে বলিউডে থাকার সৌজন্যে যেমন বহু ছবিতে কাজ করেছেন, তেমনই শাহরুখের ঝুলিতে রয়েছে বহু ফ্লপ সিনেমাও। তবে ‘কিং খান’এর এমন বেশ কিছু সিনেমা রয়েছে, যেগুলি রিলিজ হওয়ার পর ব্যর্থ হলেও (Fop movies), এখন দর্শকরা তার কদর বুঝতে পারছে। আজকের প্রতিবেদনে শাহরুখ অভিনীত এমনই ৫টি ‘মাস্টারপিস’ সিনেমার (Masterpiece movies) নাম তুলে ধরা হল।

Shah Rukh Khan

দিল সে (Dil Se)- নামী পরিচালক মণি রত্নম এই ছবি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন। অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং মনীষা কৈরালা। তাঁদের রসায়ন নজরকাড়া হলেও বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি সিনেমাটি। তবে বিদেশের মাটিতে বেশ হিট হয়েছিল সিনেমাটি।

Dil Se movie

স্বদেশ (Swades)- শাহরুখ অভিনীত এই সিনেমাটি বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমাগুলির মধ্যে একটি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি অবশ্য বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। তবে ছবিটি বক্স অফিসে সফল না হলেও এখন দর্শকরা বুঝতে পারছেন সিনেমাটি ঠিক কতটা ভালো।

Swades movie

ফ্যান (Fan)- মনীশ শর্মা পরিচালিত এই সিনেমায় দ্বৈত চরিত্র অভিনয় করেছিলেন ‘কিং খান’। একজন সুপারস্টার এবং তাঁর মতোই দেখতে তাঁর একজন অনুরাগীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সিনেমাটি। বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লেও, চলচ্চিত্র বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন যে ছবিটির গল্প বেশ নতুন ধরণের।

Fan movie

ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (Phir Bhi Dil Hai Hindustani)- আজিজ মির্জা পরিচালিত এই সিনেমাটি শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা ছবগুলির মধ্যে একটি। এই ছবিতে একজন টেলিভিশন রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি রিলিজ হওয়ার পর দর্শকরা কদর না করলেও, এখন দর্শকরা বুঝতে পারছেন ছবিটি ঠিক কত বড় মাপের।

Phir Bhi Dil Hai Hindustani

জিরো (Zero)- শাহরুখ খান অভিনীত শেষ ছবি ছিল এটি। ‘কিং খান’এর সঙ্গে অভিনয় করেছিলেন বলিউডের দুই সুন্দরী ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাও।

Zero movie

২০০ কোটি টাকা খরচ করে তৈরি করা সিনেমা বক্স অফিস থেকে আয় করেছিল মাত্র ৯০ কোটি টাকা। তবে ছবিটি বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হলেও, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন শাহরুখ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥