• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় বলিউডে দাপিয়েছিলেন! কিন্তু পরে করেছেন চুরি থেকে ভিক্ষা, রইল এমন ৫ সুপারস্টারের কাহিনী

বিনোদন ইন্ডাস্ট্রিতে যেমন একদিকে রয়েছে ঝাঁ চকচকে জীবন, তেমনই আর একদিকে রয়েছে অন্ধকার এক জীবন। যা গ্রাস করেছে বহু নামী অভিনেতা-অভিনেত্রীকে। বিনোদন দুনিয়ার বহু তারকা একসময় যারা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন, তাঁরাই একসময় কাজ হারিয়ে পথে বসেছিলেন। কেউ লোকের বাড়ি কাজ করতেন, কেউ আবার ভিক্ষা করতেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ তারকার (Celebrities) দুর্দশার কাহিনী এই প্রতিবেদনে তুলে ধরা হল।

সতীশ কৌল (Satish Kaul)- পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অমিতাভ বচ্চন বলা হতো এই অভিনেতাকে। নিজের কেরিয়ারে দেব আনন্দ থেকে শুরু করে শাহরুখ খান, বহু সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। অভিনয় করেছেন ‘রাম লখন’, ‘ইয়ারানা’, ‘জঞ্জির’এর মতো ছবিতে। তাঁর একটি অ্যাক্টিং স্কুলও ছিল। কিন্তু ভাগ্যের ফেরে সেই অভিনেতাই প্রায় পথে বসেছিলেন। বিচ্ছেদের পর সতীশের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। অভিনেতা বৃদ্ধাশ্রমে গিয়ে ওঠেন। তাঁর অর্থকষ্ট এতটাই চরমে উঠেছিল যে ওষুধ কেনার পয়সাটুকুও ছিল না। ২০২১ সালের ১০ এপ্রিল প্রয়াত হন সতীশ।

   

Satish Kaul

গীতাঞ্জলি নাগপাল (Geetanjali Nagpal)- নব্বইয়ের দশকে মডেলিংয়ের দুনিয়ায় রাজত্ব করতেন গীতাঞ্জলি। সেই মডেলকেই ২০০৭ সালে একবার দিল্লির রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছিল। তাঁকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অনেকে। তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। জানা যায়, ফিয়ার সাইকোসিসে ভুগছেন। শোনা যায়, গীতাঞ্জলি নিজের পরিবারের অমতে এক জার্মান ছেলেকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে ভাঙার পর তিনি এক ব্রিটিশ ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান। দিল্লিতেই এক গেস্ট হাউসে থাকতেন তাঁরা। কিন্তু পরে  পেটের দায়ে লোকের বাড়িতে কাজও শুরু করেন গীতাঞ্জলি। শেষে এই দশা হয়েছিল নামী মডেলের।

Geetanjani Nagpal

ভিমি (Vimi)- বি.আর.চোপড়ার ছবি ‘হামরাজ’এ অভিনয় করেছিলেন ভিমি। বলিউডের অন্যতম সুন্দরীদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। কিন্তু সেই অভিনেত্রীর মৃত্যুর পরও তাঁর সৎকারের জন্য কেউ এগিয়ে আসেননি। শোনা যায়, ভিমির স্বামী তাঁর ওপর খুব অত্যাচার করতেন। সিনেমায় কাজও বন্ধ করে দেন। অভিনেত্রী নিজের একটি টেক্সটাইলের ব্যবসাও খুলেছিলেন। কিন্তু সেটিও চলেনি। ১৯৭৭ সালে লিভারের অসুখের কারণে মৃত্যু হয় ভিমির।

Vimi

সুলক্ষণা পণ্ডিত (Sulakshana Pandit)- নামী অভিনেত্রী বিজয়েতা পণ্ডিতের বোন সুলক্ষণার নামও এই তালিকায় রয়েছে। শোনা যায়, সুলক্ষণা অভিনেতা সঞ্জীব কুমারকে বিয়ে করতে চাইতেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সারা জীবন অবিবাহিতই থেকে যান সুলক্ষণা। ডিপ্রেশনে চলে যান অভিনেত্রী। সবার থেকে দূরে চলে যান তিনি। এখন তাঁর এমনই অবস্থা, তাঁকে দেখাশোনার জন্য সবসময় একজন কাছে থাকেন। কয়েক বছর আগে সুলক্ষণা বাথরুমে পড়ে যান। হাড় ভেঙে যায় অভিনেত্রীর। এরপর থেকে আর নিজের বাড়ি থেকে বেরোন না সুলক্ষণা।

Sulakshana Pandit

মিতালি শর্মা (Mitali Sharma)- নামী অভিনেত্রী মিতালি শর্মাকে মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা চাইতে এবং চুরি করতে দেখা গিয়েছিল। সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছিলেন নায়িকা।

Mitali Sharma

ভোজপুরী ইন্ডাস্ট্রির একসময়কার নামী অভিনেত্রীর এমন দশা দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। শোনা যায়, কেরিয়ার ডুবে যাওয়ার পর মিতালি ভিক্ষা করতে এবং চুরি করতে বাধ্য হন।

site