সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কী যে চোখে পড়ে! একেকটা ভাইরাল ভিডিওতে (Viral Video) কান্ড দেখলে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই কিছু কান্ড দেখে চোখ কপালে তোলার জোগাড় হয়। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল এক ভিডিও দেখে তাজ্জব বনে যাবেন আপনিও।
আজব সমস্ত ভাইরাল ভিডিওগুলিতে রোজকার কাজগুলি করার অদ্ভুত সমস্ত পদ্ধতিও দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই। কেউ কেউ মুরগির ডিমের সাহায্যে মাছ ধরেন। কাঁচা ডিম ফাটিয়ে তা গুলিয়ে নিয়ে সেই ডিমটিকে জলাশয়ের কাছের একটি গর্ত যাতে জল রয়েছে তাতে ঢালতে থাকছেন। কিছুক্ষন পরেই দেখা যায় সেখানে একে একে মাছের এসে হাজির হচ্ছে। মুহূর্তের মধ্যেই মাছ ধরে গামলা ভর্তি করে ফেলেন ওই ব্যক্তি।
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে এক মাছের মুখ থেকে ধোঁয়া বেড়াতে দেখা যাচ্ছে। ঠিক যেমন ধূমপান করলে মুখ থেকে ধোঁয়া বের হয় তেমনি বেরোচ্ছে ধোঁয়া। জলের মধ্যে থেকে মুখ বাড়াতেই বেড়াচ্ছে ধোঁয়া। অল্পস্বল্প নয় একেবারে ধোঁয়ায় ভোরে গেছে চারিদিক। তবে কি ধূমপান করছে মাছ! যদিও আসল সত্য জানা যায়নি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে ইন্ডিয়ান ফরেস্ট রিজার্ভ অফিসার সুশান্ত নন্দ। আর শেয়ার হবার পর থেকেই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে। আর ভাইরাল ভিডিওতে অনেকেই মন্তব্য করে বলেছেন এটি অবাস্তব। আবার অনেকে বলেছে এটা কোনোমতেই সম্ভব নয়, হয়তো এডিট করে বানানো হয়েছে এই ভিডিওটি।
If you haven’t seen this pic.twitter.com/pNoSKBbHtv
— Susanta Nanda (@susantananda3) February 10, 2021