• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ন্যাকামি নয় ভরপুর বিনোদন! ফুটবল খেলছে পোখরাজ-রাধিকা, এক্কা দোক্কা প্রোমো দেখে মুগ্ধ দর্শকেরা

সিরিয়াল মানেই তো সেই একঘেয়ে ঘ্যান ঘ্যানে ন্যাকামি। হয় নায়কের থাকবে একাধিক স্ত্রী। আর নাহলে বৌমার বিরুদ্ধে চক্রান্ত করবে কূটনি শাশুড়ি এবং ননদ। একই রকমের গল্প দেখতে দেখতে দর্শকদের একাংশ একপ্রকার অতীষ্ঠ হয়ে উঠেছিলেন। তবে এবার ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছে বেশ কিছু ধারাবাহিক (Serial)। এমনই একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)।

লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। দুই থেকে তিন সপ্তাহ হল শুরু হয়েছে রাধিকা এবং পোখরাজের গল্প। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই সিরিয়াল। ‘পোধিকা’ জুটির ফ্যান ফলোয়িংও বেশ তাক লাগানো।

   

Ekka Dokka

‘এক্কা দোক্কা’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহা। ধীরে ধীরে তাঁদের রসায়ন দর্শকদের বেশ মনে ধরছে। তবে নায়ক-নায়িকার রসায়নের জন্য নয়, এবার ছক ভাঙা গল্পের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে ‘এক্কা দোক্কা’।

সম্প্রতি এই ধারাবাহিকে যা দেখানো হয়েছে সেটি বাংলা ধারাবাহিকের ইতিহাসে আগে কখনও হয়নি। কলেজের ফুটবল (Football) ম্যাচে যেভাবে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাধিকা খেলতে নামে পড়েছে, তা দর্শকদের মন জয় করে নিয়েছে। ফুটবল মাঠে নায়ক-নায়িকার এই টক্কর আগে দেখেছে বলে বড় থেকে বড় সিরিয়ালপ্রেমীও মনে করতে পারছে না।

Radhika and Pokhraj playing football in Ekka Dokka

এক্ষেত্রে কেউ কেউ ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের কথা বলছেন বটে। তবে সেখানে কিন্তু শুধুমাত্র নবাব ফুটবল খেলে। নন্দিনীকে কিন্তু মাঠে নামতে দেখা যায়নি। তাই বাংলা সিরিয়ালের ইতিহাসে এমন ছক ভাঙা গল্প দেখানোর জন্য দর্শকরা বেশ খুশি হয়েছেন।

Radhika and Pokhraj playing football in Ekka Dokka

পাশাপাশি ‘এক্কা দোক্কা’য় যেভাবে সোনামণিকে বলিষ্ঠ এবং শক্ত নারী হিসেবে দেখানো হচ্ছে সোনামণিকে, তাও দর্শকদের বেশ ভালোলেগেছে। কথায় কথায় কান্নায় ভেঙে না পড়ে, সেই যেভাবে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে পারে, তাই দর্শকদের মন জয় করে নিয়েছে। আর এবার তো অ্যাথলিট বেশে মাঠে নেমে পড়ার পর রাতারাতি তরুণীদের আদর্শ হয়ে গিয়েছে পর্দার রাধিকা।