• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভয়ংকর কান্ড! দাউ দাউ করে জ্বলছে ভারতলক্ষী ষ্টুডিও, চিন্তায় ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’ ভক্তরা

‘মিঠাই’ (Mithai) হোক বা ‘রাঙা বউ’ (Ranga Bou) জি বাংলার (Zee Bangla) এই দুই সিরিয়ালই বেশ মন জয় করেছে দর্শকদের। একজন দুবছর ধরে প্রিয় আরেকজন নতুন হলেও নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে শুরু করেছে। অনেকেই জানেন এই দুই ধারাবাহিকের শুটিংই হয় ভারতলক্ষী ষ্টুডিওতে। কিন্তু শনিবার ১লা বৈশাখে হটাৎই শোনা গেল দুঃসংবাদ। আগুন লেগেছে ভারতলক্ষী ষ্টুডিওতে (Fire Broke out at Bharat Laxmi Studio)।

হ্যাঁ ঠিকই দেখছেন, পয়লা বৈশাখে যেখানে নববর্ষের আনন্দে মেতেছে সকলে সেখানে ভয়ংকর অগ্নিকান্ড ভারতলক্ষী স্টুডিওতে। যেমনটা জানা যাচ্ছে যেখানে আগুন লেগেছে তার কাছেই হয় মিঠাই ও রাঙা বউ সিরিয়ালের শুটিং। কিন্তু আজ মিঠাই এর শুটিং বন্ধ, তবে রাঙা বউ এর শুটিং চলছিল আগুন লাগাকালীন সময়ে।

   

Mithai Ranga Bou Serial Studio Bharatlakshmi got into fire

এমন একটা খবর প্রকাশ্যে আসা মাত্রই স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। জানা গিয়েছে মিঠাইয়ের শুটিংয়ের জায়গার পাশেই এক কারখানায় আগুন লেগেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। রক্ষে একটাই যে মিঠাইয়ের ষ্টুডিও অবধি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা যায় ও নিভিয়ে ফেলা হয়।

আগেই জানানো হয়েছে, রাঙা বউ এর শুটিং চলছিল আজ। সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতা গৌরব রায় চৌধুরীকে ফোন করা হয়েছিল। তিনি জানান সব ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি। ষ্টুডিওতে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট ভাল তাই দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভানো গিয়েছে।

বাংলা নববর্ষের প্রথম দিনে এমন একটা ঘটনা স্বাভাবিকভাবেই সকলকে চিন্তিত করে তুলেছে। তবে ক্ষয়ক্ষতি হয়নি জানতে পেরে নিশ্চিত হয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে টলিপাড়ার কর্মী সহ দর্শকেরাও। তবে এর আগেও গত মাসে এক ষ্টুডিওতে আগুন লেগেছিল। এমন ঘটনা বারেবারে হওয়ায় নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

site