মিঠুন চক্রবর্তী, টলিউড থেকে বলিউড দুই জগতেই সমান জনপ্রিয় এই অভিনেতা। এই অভিনেতার স্ত্রী যোগিতা বালী ও ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বিরুদ্ধে জোর ধর্ষণ ও জবরদস্তি গর্ভপাতের মত অভিযোগ দায়ের হয়েছে। মুম্বাইয়ের অশিবরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে যে নির্যাতিত অভিযোগ করেছেন তিনি নাকি বিগত ৫ বছর ধরে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের আসতে সম্পর্কে ছিলেন।
মুম্বাইয় পুলিশের কাছে জানানো লিখিত অভিযোগে নির্যাতিত জানিয়েছেন, ২০১৫ সাল থেকে মহাক্ষয়ের সাথে সম্পর্কে রয়েছেন তিনি, সে বছরই তাকে নিজের বাড়িতে ডাকে মহাক্ষয়। বাড়িতে ডেকে সফট ড্রিঙ্কস এর মধ্যে মাদক মিশিয়ে খাওয়ানো হয় তাকে। এর পর নির্যাতিতার সাথে শারীরিক সম্পর্ক করে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। এরপরেও দীর্ঘ ৪ বছর ধরে সহবাস করেছে নির্যাতিতার সাথে, বদলে দিয়েছিল বিয়ের প্রতিশ্রুতি।
কিন্তু সহবাসের ফলে যখন নির্যাতিতা গর্ভবতী হয়ে পড়েন, তখন মহাক্ষয় তাকে গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকে। নির্যাতিতা এতে তীব্র আপত্তি জানায়, তখন মহাক্ষয় নির্যাতিতাকে তার অজান্তেই ওষুধ খাইয়ে গর্ভপাত করতে বাধ্য করেন নির্যাতিতাকে। নির্যাতিতা নিজেও জানতেন না যে তিনি গর্ভপাতের ওষুধ খাচ্ছেন। এরপর গর্ভপাত হয়ে যাবার পরে মহাক্ষয়ের ও মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালী ব্যাপারটি ধামাচাপা দেবার জন্য রফা করতে চান। এমকি হুমকিও দেওয়া হয় মামলাটি রফাদফা করার জন্য।
নির্যাতিতার মতে, তিনি এর আগেও এফআইআর দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তখন তার অভিযোগ নিতে চাইনি। এরপর নির্যাতিতা মুম্বাই থেকে দিল্লি চলে যান, সেখানে তিনি দিল্লি রোহিনী কোর্টে এফআইআর দায়ের করার জন্য আবেদন জানান। আবেদনটি মঞ্জুর হয় ও কোর্ট এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দে। এরপরেই গত বৃহস্পতিবার মুম্বাইতে অশিবরা থানায় নির্যাতিতা মামলা নথিভুক্ত করেন।