• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোয়াতে প্রকাশ্যে নগ্ন ভিডিও শুট! এবার পুনম পান্ডের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

Published on:

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey), প্রায়শই সাহসী ও নগ্ন ভিডিও এবং ফটোশুটের জেরে সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় তাকে। সম্প্রতি স্বামী স্যাম বোম্বের গোয়াতে হানিমুনে গিয়েছিলেন অভিনেত্রী পুনাম পান্ডে। সেখানে গিয়ে অশ্লীল ভিডিও সূত্রে করেছেন প্রকাশ্যে। যার জেরে গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা দল অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সাথে আরো একব্যক্তি অভিনেত্রীর নাম FIR করেছেন গোয়ার কানাকোনা (Canacona PS) থানাতে।

অর্থাৎ, হানিমুন থেকে ফিরেই আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী পুনাম পান্ডে। ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সংস্থা ANI এর সূত্রের খবর গোয়ার কানাকোনা পুলিশ স্টেশনে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সাথে উল্লেখ রয়েছে গোয়ার চাপোলী বাধে অশ্লীল ভিডিও শুটের অভিযোগ রয়েছে গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা দলের।

প্রসঙ্গত, এর আগে পুনাম পান্ডে হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন। তার স্বামী নাকি হানিমুনে তার ওপর অকথ্য অত্যাচার করেছিলেন তা নিয়ে গোয়া থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এরপর তার স্বামী স্যামকে গ্রেফতার হলে আবার নিজের বয়ান পাল্টে নেন অভিনেত্রী। রাতে অভিযোগ করার পর সকালেই অভিযোগ তুলে নেবার জন্য থানায় হাজির হন। থানায় গিয়ে বলতে থাকেন স্বামীকে ছাড়া নাকি বাঁচবেন না, তাকে তৎক্ষণাৎ ছেড়ে দেবার অনুরোধ করতে থাকেন।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥