• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলে আরিয়ানের পর জেলের ঘানি টানবে মা! শাহরুখ-পত্নী গৌরীর নামে দায়ের FIR

Published on:

FIR against Shahruk Khaw wife Gouri Khan for extorting

বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) মতোই তাঁর স্ত্রী গৌরী (Gauri Khan) এবং ছেলেমেয়েদের নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও কর্মজীবনের কারণে, কখনও আবার ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তাঁরা। সম্প্রতি যেমন বিরাট আইনি বিপাকে পড়েছেন শাহরুখ-পত্নী গৌরী। ‘বাদশা’ ঘরণীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে এফআইআর (FIR)।

শাহরুখের পরিবারে আইনি জটিলতা অবশ্য এই প্রথম নয়, এর আগে অভিনেতার ছেলে আরিয়ান আইনি বিপাকে ফেঁসেছেন। মাদক মামলায় জড়িয়ে জেলযাত্রা অবধি হয়েছিল তাঁর। সেই ধাক্কা সামলে ওঠার বছর খানেকের মধ্যেই বড় আইনি ফ্যাসাদে পড়লেন শাহরুখের স্ত্রী গৌরী। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Gauri Khan, FIR against Gauri Khan, Gauri Khan FIR, Gauri Khan and Shah Rukh Khan

গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বই নিবাসী যশবন্ত শাহ। জানা গিয়েছে, লখনউ শহরের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন যশবন্ত। তাঁর অভিযোগ, বিপুল অঙ্কের টাকা নিলেও ঠিক সময়ে ফ্ল্যাট পাননি তিনি। বিশ্বাসভঙ্গ করেছেন শাহরুখ-পত্নী গৌরী। সেই জন্য জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন যশবন্ত।

যদিও গৌরীর একার বিরুদ্ধে নয়, যশবন্ত তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এই উচ্চপদস্থ কর্তা মহেশ তুলসিয়ানি এবং অনিল তুলসিয়ানির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, ৮৬ লাখ টাকা দিয়ে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই ফ্ল্যাটের দাবি হাতে পাননি তিনি।

Gauri Khan, FIR against Gauri Khan, Gauri Khan FIR

এই তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন গৌরী। যশবন্ত জানিয়েছেন, শাহরুখ-পত্নীর দ্বারা প্রভাবিত হয়েই নাকি সেই ফ্ল্যাট কিনেছিলেন তিনি। আর যেহেতু গৌরী সংশ্লিষ্ট সংস্থার মুখ, তাই বিশ্বাসভঙ্গ তিনিও করেছেন। সেই কারণে সংস্থার দুই কর্তার সঙ্গে তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন যশবন্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে সংশ্লিষ্ট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ-পত্নী। এখন সেই সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ আছে কিনা তা জানা যায়নি। তবে জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিয়েছেন যশবন্ত। এবার দেখা যাক, এই জটিল বিপাক থেকে কীভাবে রেহাই পান গৌরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥