• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনেই সোনা-রুপার মায়ের পরিচয় জানতে পারবে সূর্য, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্ব

জনপ্রিয়তার দিক দিয়ে তো বটেই এই মুহূর্তে  টিআরপিতেও সেরা স্টার জলসার মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। সবাইকে ছাপিয়ে গিয়ে প্রায় প্রতি সপ্তাহেই বেঙ্গল টপারের মুকুটও নিজেদের দখলেই রাখছেন এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য দীপা(Surjo Deepa)। ইদানিং দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে চর্চার শেষ নেই।

তবে এই মুহূর্তে এই সিরিয়ালের দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন তা হল ‘কবে মিল হবে সূর্য দীপার’? আসলে বহুদিন হয়ে গেল একনাগাড়ে শয়তানিই করে চলেছে  মিশকা। দিনের পর দিন যার ফল ভুগছে দর্শকদের প্রিয় ‘সুদিপা’ জুটি। কিন্তু প্রিয় নায়ক-নায়িকার এই বিরহ আর চোখে দেখতে পারছেন না দর্শক। তাই বহুদিন ধরেই তারা চাইছেন ভুল বোঝাবুঝি মিটিয়ে এবার অন্তত একে অপরের কাছাকাছি আসুক সূর্য-দীপা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,Notun Promo,Anurager Chowa Latest Episode,Anurager Chowa 22th Jan

ইদানিং নায়ক নায়িকা সূর্য-দীপা ছাড়াও দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে তাদের দুই যমজ মেয়ে সোনা (Sona)-রুপা (Rupa)। তাদের তোতলা কথা আর মিষ্টি ঝগড়া টিভির পর্দায় দেখে চোখ জুড়িয়ে যায় দর্শকদের। এই অল্প কয়েকদিনের মধ্যেই  দর্শকমহলে দারুন ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে এই দুই খুদে শিল্পীর। এরইমধ্যে আজই সপ্তাহের একেবারে প্রথম দিনেই দর্শকদের জিন্য বিরাট বড় এক সারপ্রাইস এসে গিয়েছে অনুরাগের ছোঁয়ার একেবারে নতুন প্রমো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,Notun Promo,Anurager Chowa Latest Episode,Anurager Chowa 22th Jan

এই প্রোমোটে দেখা যাচ্ছে সেনগুপ্ত বাড়িতে বাড়ির সকলের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে সূর্যর। আর কেক কেটেই এদিন সূর্য পরম যত্নে রুপা এবং সোনা-কে তা নিজের হাতে খাইয়ে দেয়। আর দরজার বাইরে থেকেই এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় দীপার। এছাড়া বাইরে দাঁড়িয়েই মনে মনে সে জন্মদিনের শুভেচ্ছা জানায় ডাক্তারবাবুকে।

এরপরেই দেখা যায় ছোট্ট রুপা তার মা দীপার জন্য একটা কেকের টুকরো এনেছে। অন্যদিকে ঠিক তখনই দীপাকে দেখে ফুল মা বলে ডেকে দৌড়ে আসছে সোনা। কিন্তু মেঝেতে তেল জাতীয় কিছু থাকায় পিছলে পড়ে যাচ্ছিল সোনা। তখনই ছুতে এসে তাকে ধরে নেয় দীপা। আর এইভাবে আচমকা রুপার দীপাকে মা আর সোনার ফুল মা বলে ডাকতে দেখে একেবারে চমকে যায় সূর্য। জানা যাচ্ছে আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি অনুরাগের ছোঁয়ার এই এক ঘন্টার মহাপর্ব দেখা যাবে।

site