অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যিই ফিরল মিঠাইরানি। বহু জল্পনার অবসান ঘটিয়ে আজই প্রকাশ্যে এল ‘মিঠাই’য়ের নতুন প্রমো (New Promo)। সেই প্রোমো অনুযায়ী মিঠাই (Mithai) কামব্যাক (Comeback) তো করেছে কিন্তু সেই সাথে নিয়ে এসেছে আরও এক গুচ্ছ প্রশ্ন। এছাড়া নতুন প্রোমোতে দেখা যাচ্ছে মিঠাইরানির সাথেই হাজির হয়েছে মিষ্টি নামের ছোট্ট একটা মেয়ে।
দএতদিন র্শকদের একটা বড় অংশের কৌতূহলের কারণ হল এই সিরিয়ালের নতুন নায়িকা মিঠি। হুবহু মিঠাইয়ের মতো দেখতে এই মিঠি আসলে কে? সেই কি আসলে মিঠাই? তাই যদি হয় তাহলে মিঠি মিঠাই হল কিভাবে? বেশ কিছুদিন ধরেই এমনই একাধিক প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে মিঠাই ভক্তদের মনের মধ্যে।
এসবের মধ্যেই নতুন প্রোমো প্রকাশ্যেই আসতেই তা দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে রীতিমতো তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নতুন প্রোমো তে দেখা যাচ্ছে ক্ষতবিক্ষত সিদ্ধার্থ গাড়ি থেকে নামতেই তার দিকে জল এগিয়ে দিচ্ছে মিষ্টি নামের একটি বাচ্চা মেয়ে। এরপরেই দেখা যাচ্ছে হ্যারিকেন নিয়ে শাঁখা পলা পরে এয়োস্ত্রীর সাজে মিষ্টিকে খুঁজতে খুঁজতেই সামনে এসে দাঁড়িয়েছে মিঠাই।
এই নতুন প্রোমো আসতেই পুরোপুরি ঘুরে গিয়েছে সিরিয়ালের মোড়। এতদিন যে মিঠাই ফেরার অপেক্ষায় হা পিত্যেশ করে বসে ছিলেন দর্শক এখন তার ফেরাটাই মানতে পারছেন না কেউ। সত্যি বলতে মিঠাইয়ের নতুন প্রোমো একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। তাই কেউ লিখেছেন ‘প্রমো দেখে কোমায় আছি’।
কেউ আবার সিরিয়ালের লেখিকার ওপর ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখেছেন ‘রাখি ম্যাম তো পুরো ছক্কা মেরে মিঠাই ফ্যানদের মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। সবার ভাবনা চিন্তার বাইরে প্রমোটা। মিঠি আর মিঠাই তবে সম্পূর্ণ আলাদা। মিষ্টি নামের ছোট একটা মেয়েকেও নিয়ে এলেন আবার। তবে কি মিঠাইয়ের স্মৃতি নেই। স্মৃতি থাকলে তো এতদিনে মনোহরায় চলে আসতো। লেখিকা একদিকে সিডের সাথে মিঠির বিয়েটাও দিছেন ওদিকে মিঠাইকেও বাঁচিয়ে রাখছেন।
মিঠাই ভক্ত জনৈক ওই নেটিজেনের আরও সংযোজন ‘সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছ। নাকি ওইদিকে মিঠাইয়েরও বিয়ে একটা দিয়ে দিলেন যেমন করে সিড-মিঠির বিয়ে দিলেন। থাক বাবা বেশি কিছু বলা যাবে না। এপিসোডের অপেক্ষায় থাকলাম’।