বাংলা বিনোদনের জগতে সারা বছর ধরেই দর্শকদের জন্য নানা ধরণের কাহিনী নিয়ে টলিউডে (Tollywood) তৈরী হয় সিনেমা। কিছু সিনেমা অনবদ্য কাহিনী আর দুর্দান্ত অভিনয় দিয়ে মানুষের মনে দাগ কেটে যায়। এই সমস্ত ছবিগুলোকে পুরস্কৃত করা হয় বছরের শেষে অ্যাওয়ার্ডের মাধ্যমে। সম্প্রতি আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা (Filmfare Awards Bangla)। ২০০৭ সাত থেকে শুরু হয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
প্রথবছরের মত এবারেও ব্ল্যাক লেডি তুলে দেওয়া হল তারকাদের হাতে। শহরের বিলাসবহুল এক হোটেলে হয়েছে এই অনুষ্ঠান। যেখানে হাজির ছিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। সেরা ছবি থেকে সেরা পরিচালক এমনকি নবাগত তারকাদেরকেও সম্মানিত করা হয়েছে এই অনুষ্ঠানে। চলুন এবার দেখা নেওয়া যাক করা পেলেন পুরস্কার। কাদের হাতে উঠল ফিল্মফিয়ার বাংলা ২০২১ এর ব্ল্যাক লেডি।
২০২১ সালের সেরা ছবি – বরুনবাবুর বন্ধু ও টনিক ছবিটি সেরা ছবি হিসাবে পুরস্কৃত হয়েছে।
২০২১ সালের সেরা ছবি (সমালোচকদের মত অনুযায়ী ) – বিনিসুতোয়
২০২১ সালের সেরা পরিচালক – বারুণবাবুর বন্ধু ছবির পরিচালক অনীক দত্ত সেরা পরিচালকের সন্মান পেয়েছেন।
২০২১ সেরা অভিনেতা – টলিউডের বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। টনিক ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
২০২১ সেরা অভিনেত্রী – বিনিসুতোয় ছবিতে দুর্দান্ত অভিনয়ের জেরে সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান।
২০২১ সালের সেরা অভিনেতা (সমালোচকদের মত অনুযায়ী ) – দ্বিতীয় পুরুষ ছবির জন্য অনির্বাণ ভট্টাচার্য ও অভিযান্ত্রিক ছবির জন্য অর্জুন চক্রবর্তী।
২০২১ সালের সেরা অভিনেত্রী (সমালোচকদের মত অনুযায়ী ) – অব্যক্ত ছবির জন্য অর্পিতা চট্টোপাধ্যায়।
২০২১ সালের সেরা সহ অভিনেতা – ট্যাংরা ব্লুজ ছবির জন্য সামিউল আলম।
২০২১ সালের সেরা সহ অভিনেত্রী – চিনি ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অপরাজিতা আঢ্য।
২০২১ সালের সেরা মিউজিক অ্যালবাম – প্রেম টেম।
২০২১ সালের সেরা লিরিক্স – একান্নবর্তী ছবির বেহায়া গানের জন্য নীলাঞ্জন চক্রবর্তী।
২০২১ সালের সেরা প্লে ব্যাক সিঙ্গার পুরুষ – মায়ার কাঙাল – অল্প হলেও সত্যি এর জন্য ঈশান মিত্র।
২০২১ সালের সেরা প্লে ব্যাক সিঙ্গার মহিলা – একান্নবর্তী ছবির বেহায়া গানের জন্য লগ্নজিতা চক্রবর্তী।
২০২১ সালের সেরা অরিজিনালস কাহিনী – অব্যক্ত ছবির জন্য অর্জুন দত্ত।
২০২১ সালের সেরা চিত্রনাট্য – গোলন্দাজ ছবির জন্য ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দ্বিতীয় পুরুষ ছবির জন্য সৃজিত মুখোপাধ্যায়।
২০২১ সালের সেরা নবাগত অভিনেতা – হীরালাল ছবির জন্য কিঞ্জল নন্দ।
২০২১ সালের সেরা নবাগত অভিনেত্রী – ঐন্দ্রিলা সেন।
২০২১ সালের নবাগত পরিচালক – টনিক ছবির জন্য অভিজিৎ সেন ও ট্যাংরা ব্লুজ সুপ্রিয় সেন।