• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনব সিদ্ধান্ত ‘গীতশ্রী’ পরিবারের, সন্ধ্যা মুখোপাধ্যায়ের শ্রাদ্ধের কাজ সারলেন মহিলা পুরোহিতরা

Published on:

fermale priests performed Sandhya Mukherjee las rites

‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ এই একটাই গান আজও লক্ষ লক্ষ শ্রোতার বুকে বেজে চলেছে। নিজের কণ্ঠের জাদুতে  তৈরী অজস্র মনমুগ্ধকর গান রেখে সুরের দেশে পাড়ি দিয়েছে  সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। স্বর্ণযুগের শেষ শিল্পী আমাদের মধ্যে আর নেই একথা আজও মেনে নেওয়া অনেকের কাছেই বেশ কঠিন। তবে বাস্তব যে বড়ই কঠিন, তাই মেনে নিতে হবে যে তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াত হবার পর গতকাল অর্থাৎ শুক্রবার ছিল গীতশ্রীর শ্রাদ্ধানুষ্ঠান। আর শ্রাদ্ধানুষ্ঠানে একেবারে অভিনব নজির গড়ল পরিবার। বর্তমানে পুজো আর্চা থেকে শুরু করে বিবাহ বা শুভ অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষ পুরোহিত নয় বরং নারী পুরোহিতদের দেখা যাচ্ছে। আর এদিন মহিলা পুরোহিতেরা মিলেই সম্পন্ন করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরলৌকিক ক্রিয়া।

fermale priests performed Sandhya Mukherjee las rites,Sandhya Mukherjee,সন্ধ্যা মুখোপাধ্যায়,শ্রাদ্ধানুষ্ঠান,পরলৌকিক ক্রিয়া,Sandhya Mukherjee Last rites,Female Priests,nandini bhowmik,মহিলা পুরোহিত

যে চারজন মহিলা পুরোহিত মিলে শ্রাদ্ধের কাজ করেছেন তারা  হলেন, রুমা রায়,পৌলমী চক্রবর্তী, নন্দিনী ভৌমিক ও সেমন্তী বন্দ্যোপাধ্যায়। প্রথাগত শ্রাদ্ধানুষ্ঠানের মত দুঃখ আর কান্নায় নয় বরং গানে গানে গানে সম্পন্ন হয়েছে পরলৌকিক ক্রিয়া। নিজের সারাটা জীবন খুবই সাধারণভাবে কাটিয়েছেন গীতশ্রী। তাই ইচ্ছা ছিল সাদামাটা ভাবেই যেন সম্পন্ন হয় তার শেষ কৃত্য তেমনটাই হল শুক্রবার গীতশ্রীর লেক গার্ডেন্সের বাড়িতে।

fermale priests performed Sandhya Mukherjee las rites,Sandhya Mukherjee,সন্ধ্যা মুখোপাধ্যায়,শ্রাদ্ধানুষ্ঠান,পরলৌকিক ক্রিয়া,Sandhya Mukherjee Last rites,Female Priests,nandini bhowmik,মহিলা পুরোহিত

মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করেছেন মেয়ে মৌনী সেনগুপ্ত। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ের তরফে এমন কোনো ইচ্ছা ছিল না যে মহিলা পুরোহিত দিয়েই শ্রাদ্ধের কাজ করাতে হবে। তবে সংগীতের মধ্যে দিয়েই মায়ের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হোক এমনটাই চেয়েছিলেন তিনি। এছাড়াও তিনিই যোগাযোগ করেন ওই মহিলা পুরোহিতদের সাথে।

fermale priests performed Sandhya Mukherjee las rites,Sandhya Mukherjee,সন্ধ্যা মুখোপাধ্যায়,শ্রাদ্ধানুষ্ঠান,পরলৌকিক ক্রিয়া,Sandhya Mukherjee Last rites,Female Priests,nandini bhowmik,মহিলা পুরোহিত

এদিন সন্ধ্যে মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে উপস্থি হয়েছিলেন মুনমুন সেন, অরুন্ধুতি হোমচৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়ের মত ব্যক্তিত্বরা। এছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভক্তদের জন্যও বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছিল। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়ার কথা ছিল, তবে ব্যস্ততার কারণে তিনি হাজির হতে পারেননি

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥