• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চলে গেলেন ঝিলম গুপ্ত’! ভয় পেয়ে সকলের প্রশ্ন এসব কি হচ্ছে?

বাংলার জনপ্রিয় ইউটিউবার (Youtuber) তালিকায় প্রথম সারিতেই রয়েছেন ‘উড়ন্ত বাইকে দুরন্ত মামণি’ খ্যাত  ঝিলাম গুপ্ত (Jhilam Gupta)। আদতে হুগলির বাসিন্দা, ঝিলামের কথায় হেসে কুটোপুটি খায় গোটা সোশ্যাল মিডিয়া (Social Media)। ঝিলমের বেশিরভাগ ইউটিউব ভিডিওতেই অন্যতম ইউএসপি হল তাঁর পাশের বাড়ির ইমেজ।

ঝিলমের এই পাশের বাড়ির মেয়ের ইমেজটাই কিন্তু  তাঁকে আলাদা করে আর পাঁচ জন ইউটিউবারদের থেকে। বিনোদন থেকে রাজনীতি আবার কখনও সামাজিক বিষয় সবকিছুই ধরা পড়ে, ঝিলামের তৈরি ইউটিউব ভিডিওগুলিতে। যা  দর্শকমহলে বেশ জনপ্রিয়।

   

তাই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভার্চুয়াল দুনিয়ায় ঝিলামের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এহেন একজন জনপ্রিয় ইউটিউবারকে নিয়ে বৃহস্পতিবার কার্যত শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এই আলোচনার কেন্দ্রবিন্দু হল ঝিলাম গুপ্তকে নিয়ে একটি ভাইরাল ফেসবুক পোস্ট। সেই পোস্টে দেখা যাচ্ছে একটি সাদা কালো ছবি। সেই ছবিতে সদা হাস্য ঝিলমের মুখের পাশেই ক্যাপশনে গোটা গোটা বাংলা হরফে লেখা রয়েছে ‘চলে গেলেন ঝিলম গুপ্ত’। এই পর্যন্ত পড়েই ততক্ষণের আঁতকে উঠেছেন তাঁর অসংখ্য অনুরাগী।   নতুন বছর শুরুর আগে এমন একটা পোস্ট দেখে কয়েক মুহূর্তের জন্য একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল গোটা নেটপাড়া।

যদিও কিছুক্ষনের মধ্যেই জলের মতো পরিষ্কার হয়ে যায় গোটা বিষয়টা। আসলে ঝিলাম গুপ্তের কিছু হয়নি তিনি একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছেন। এই পোস্টটি নাকি নিছক রসিকতা করে করা হয়েছে। আসলে ওই পোস্টের নিচেই চোখ রাখলে দেখা যাবে ছোট অক্ষরে লেখা রয়েছে ‘রোস্ট ভিডিও বানানোর জন্য বাংলা সিরিয়াল দেখতে।’

কিন্তু প্রশ্ন হল এমন মজা করার সাহস দেখালো কে? জবাব হল তিনি আর কেউ নয়, ঝিলাম নিজেই নিজেকে নিয়ে এমন ধরনের একটা মিম বানিয়ে চমকে দিয়েছেন সবাইকে। যদিও তা একেবারেই ভালোভাবে নেননি ঝিলাম ভক্তরা। একটা বিষয় নিয়ে কেউ কি করে রসিকতা করতে পারেন?  সেই প্রশ্নই তুলেছেন সকলে। কেউ লিখেছেন ‘এসব কি ভয় পেয়ে গেলাম তো?  আবার কেউ লিখেছেন ‘নিজেকে নিয়ে এসব জোকস! কি করে সম্ভব? আবার কারো মন্তব্য ‘হঠাৎ ভয় পেয়ে গেলাম বুকটা কেঁপে উঠলো’।