স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল ছিল ‘কিরণমালা’ (Kiranmala)।রূপকথার আদলে তৈরী এই সিরিয়াল ব্যাপক সাড়া ফেলেছিল আট থেকে আশি সব বয়সী দর্শকমহলে। বিশেষ করে কিরণমালা চরিত্রে অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Roy) দুর্দান্ত অভিনয় আজও রীতিমতো চোখে লেগে রয়েছে দর্শকদের।
অন্যদিকে ধারাবাহিকে তাঁর বিপরীতে রাজকুমার পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ফারহান ইমরোজ (Farhan Imroze)। নায়ক নায়িকা ছাড়াও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এই ধারাবাহিকের খলনায়িকা কটকটি। এই অভিনব চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyi Ghosh)।
সেসময় কটকটি চরিত্রে চান্দ্রেয়ীর দুর্দান্ত অভিনয় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। বিশেষ করে বাংলা ঘরে ঘরে বাচ্চারা তো কটকটির নাম শুনলেই ভয়ে কাঠ হয়ে যেত। ধারাবাহিকে কটকটি ছিল আসলে রূপকথার রাক্ষসী চরিত্র। এই চরিত্রটিকে টিভির পর্দার জীবন্ত করে তুলেছিল অভিনেত্রীর দুর্দান্ত অভিনয় পোশাক মেক আপ আর অদ্ভুত অঙ্গভঙ্গি।
বছর বছর টিভির পর্দায় কত সিরিয়াল যায় আর আসে। তবে এরইমধ্যে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার ছাপ থেকে যায় দর্শকমহলে। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল কিরণমালা। যার সম্প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও আরও একবার ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন দর্শক।
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খুব শিগগিরই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে এই সিরিয়ালের রিপিট টেলিকাস্ট। যার ফলে টিভির পর্দায় আর একবার মিলবে কিরণমালার রূপকথা। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই অর্থাৎ ৬ ই ফেব্রুয়ারি থেকে স্টার জলসার আরও একবার সম্প্রচারিত চলেছে কালজয়ী ধারাবাহিক ‘কিরণমালা’। জানা যাচ্ছে প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।