সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। এখন তো সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলতেপারেন না সিরিয়ালের পোকা দর্শকরা। তাই দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাদিদা। আর দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই এখন বদল এসেছে সিরিয়ালের বিষয়বস্তুতে।তাই দীর্ঘদিন ধরে আর একঘেয়ে সিরিয়াল না দেখিয়ে তার পরিবর্তে নতুন চরিত্র নতুন মুখ নিয়ে শুরু হচ্ছে একের পর এক নতুন সিরিয়াল।
এক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলতেই থাকে ষ্টার জলসা আর জি বাংলার মতো প্রথম সারির দুটি বিনোদন মূলক চ্যানেলের মধ্যে। প্রসঙ্গত কিছুদিন ধরেই ষ্টার জলসার পর্দায় লাইন লেগে রয়েছে একের পর এক নতুন সিরিয়ালের। তার মধ্যে যেমন রয়েছে ‘বৌমা একঘর’ তেমনি চলতি সপ্তাহে শুরু হয়েছে টেলি জগতের সুপারস্টার প্রতীক সেনের নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’ । এই শিয়ালের হাত ধরে কামব্যাক করেছেন মোহর অভিনেতা প্রতীক সেন এবং সাঁঝের বাতি সিরিয়ালের চারু অভিনেত্রী দেবচন্দ্রিমা।
এরপরেই লাইনে রয়েছে মোহর অভিনেত্রী সোনামনি সাহা আর শ্রীময়ী সিরিয়ালের ডিঙ্কা অভিনেতা সপ্তর্ষি মৌলিকের নতুন সিরিয়াল ‘এক্কাদোক্কা’। এছাড়া রয়েছে ‘বরণ’ অভিনেত্রী ইন্দ্রানী পালের নতুন সিরিয়াল ‘নবাব নন্দিনী’। এই নতুন সিরিয়ালে পর্দার তিথি জুটি বাঁধতে চলেছেন সাঁঝের বাতি সিরিয়ালের আর্য অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখ (Rezwan Rabbani Shekh)-এর সাথে।
এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু নতুন সিরিয়াল আসা মানেই কোপ পড়ে পুরোনো সিরিয়ালের ওপর। তাছাড়া এখনকার দিনের সিরিয়ালে টি আর পি মানেই অতন্ত্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। দিনের পর দিন টি আর পি কমতে কমতে তলানি তে ঠেকলে বন্ধ করে দেওয়া সেই সিরিয়াল। তাই ষ্টার জলসার একের পর এক নতুন সিরিয়ালের চক্করে এবার বন্ধের মুখে ষ্টার জলসার এক কালের বেঙ্গল টপার সিরিয়াল খড়কুটো।
টি আর পি কমতে থাকায় অনেকদিন আগেই এই সিরিয়ালের জায়গা হয়েছিল দুপুরের স্লটে। তাছাড়া এখন সিরিয়ালের নায়িকা গুনগুনও বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তার বড় পর্দার কাজ নিয়ে। সেইসাথে শোনা যাচ্ছে ডান্স ডান্স সিজন ৩ -তেও মেন্টর হতে চলেছেন তৃনা। তাই সব মিলিয়ে এবার শেষের মুখে সৌগুনের লাভস্টোরি।জানা যাচ্ছে চলতি মাসের শেষে নয়তো অগস্টের শুরুতেই বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল।