• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমরা দুজনে একসাথে ভালো নেই’! জীতু-নবনীতার বিয়ে ভাঙার খবরে চোখে জল অনুরাগীদের

Published on:

Femous celebrity couple Jeetu Kamal and Nabanita Das Divorce post, Jeetu Kamal and Nabanita Das Divorce reason

Jeetu Kamal & Nabanita Das Separation: টালিপাড়ায় এখন শুধুই যেন বিচ্ছেদের ‘পচা গন্ধ’! একের পর এক ঘর ভাঙছে টলি তারকাদের। ইদানিং সম্পর্কের বাঁধন এতই আলগা হয়ে পড়েছে যে নিমেষের মধ্যই ভেঙে যাচ্ছে একাধিক জনপ্রিয় জুটির সম্পর্ক। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে আরও  এক জনপ্রিয় জুটির নাম। তাঁরা হলেন টলিউড অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাস (Jeetu Kamal & Nabanita Das)

এমনিতে বেশ কিছুদিন ধরেই কানা কানাঘুষো শোনা যাচ্ছিল একে অপরের থেকে আলাদা রয়েছেন এই জুটি।  কিছুদিন আগেই  এক সাক্ষাৎকারে খোদ অভিনেত্রী নবনীতা নিজেও জানিয়েছিলেন সেই কথা। অভিনেত্রী জানিয়েছিলেন তিন মাস ধরে নাকি তাঁরা আলাদা রয়েছেন। আর এবার কোনো রাখঢাক না রেখেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়ে স্বামী জীতু কমলের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখলেন খোদ অভিনেত্রী নবনীতা দাস।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,জীতু কমল,Jeetu Kamal,নবনীতা দাস,Nabanita Das,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Breakup,সোশ্যাল মিডিয়া,Social Media

যা দেখার পর থেকে কার্যত মুষড়ে পরেছেন এই জুটির অনুরাগীরা। এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় একটি আবেগপ্রবণ  পোস্টে নবনীতা লিখেছেন ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা। একজনের জন্য বানানো গ্রীন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা। টাওয়াল শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা। কিছুই আর একসাথে হবেনা।’

মনের কষ্ট চেপে রেখেই সেইসাথে অভিনেত্রীর যার সংযোজন ‘তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেইম পে সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো। তাও নিজে একটু চেষ্টা করলাম।
তবুও এটাই শ্রেয়,কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক। ভালো থাকো জীতু কমল’।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,জীতু কমল,Jeetu Kamal,নবনীতা দাস,Nabanita Das,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Breakup,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রিয় অভিনেত্রীর এই হৃদয়ভাঙা পোস্ট দেখে চোখে জল এসে গিয়েছে অনুরাগীদের। অনেকে আবার এই আশায় বুক বাঁধছেন এখনও সব শেষ হয়ে যায়নি। তাই অভিনেত্রীর মনের জোর বাড়াতে এক অনুরাগী লিখেছেন ‘এই লেখার মানে হলো তুমি এখনও কতটা ভালোবাসো। সব ঠিক হয়ে যাক এইটুকুই চাই’।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,জীতু কমল,Jeetu Kamal,নবনীতা দাস,Nabanita Das,বিয়ে,Marriage,বিচ্ছেদ,Breakup,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই নাকি অনেকদূর এগিয়ে গিয়েছে জীতু-নবনীতার বিচ্ছেদের আইনি প্রক্রিয়া। তবে ডিভোর্সের শংসাপত্র এখনওহাতে আসেনি তাঁদের। দুজনেই নাকি মিউচুয়াল ডিভোর্সের পথটাই বেঁচে নিয়েছেন একে অপরের জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥