• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল করেই সংসার চলে, তাই নিন্দাটাই ‘মাথার তাজ’! নিন্দুকদের একহাত নিলেন ‘ঠোঁটকাটা’ মানসী

বাংলা বিনোদন জগতের দাপুটে একজন অভিনেত্রী হলেন মানসী সিনহা (Manasi Sinha)। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রাঙা বৌ’ (Ranga Bou) তে। ধারাবাহিকে তিনি নায়ক-নায়িকা কুশ-পাখির জেঠিমা বেলার চরিত্রে অভিনয় করছেন। সিরিয়ালে নিজের ছেলেমেয়েদের প্রতি স্নেহের বশে মাঝেমধ্যেই একপেশে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।

তবে সিরিয়ালে যেমনই হোন না কেন বাস্তবে কিন্তু তিনি যেমন ‘মায়ের মতোই ভালো’ তেমনি ঠোঁটকাটা হিসাবেও কিন্তু বেশ পরিচিত। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মন্তব্য করতেও শোনা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি তাই অনেকেই ‘ঠোঁটকাটা’র তকমাও দিয়েছেন অভিনেত্রীকে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,রাঙা বৌ,Ranga Bou,মানসী সিনহা,Manasi Sinha,প্রতিক্রিয়া,Reaction,ট্রোল,Troll

সম্প্রতি সিটি সিনেমার জনপ্রিয়  সেগমেন্ট ‘ঠোঁটকাটা’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে শুরু করে কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পাওয়ার মতো নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী।প্রসঙ্গত এখন পুরোদস্তর সিরিয়ালেই অভিনয় করলেও একটা সময় তিনি দাপিয়ে অভিনয় করেছিলেন বড়পর্দাতেও। সুযোগ হয়েছিল বাংলার অন্যতম কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের সাথে কাজ করারও।

Manasi Sinha shares her her horrible experience of directing a bengali film

তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমায় সুযোগ পেয়েছিলেন মানসী। এদিন সেই মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে সাক্ষাৎকারের অভিনেত্রী জানান তাঁকে স্বয়ং তরুণ মজুমদার ফোন করলেও তিনি তা বিশ্বাস না করে কেউ ইয়ার্কি মারছে ভেবেই বিরক্ত হয়ে ফোন রেখে দিয়েছিলেন।

পরক্ষণেই আবার ঘুরিয়ে ফোন করে নাকি তরুণ মজুমদার অভিনেত্রীকে বলেছিলেন ‘আমি সত্যিই তরুণ মজুমদার বলছি’। আর তাতেই ভয়ে রিসিভার তাই হাত থেকে পড়ে গিয়েছিল মানসীর। সে যাত্রায় বাকি কথা অভিনেত্রীর মা বললেও, যেদিন প্রথম তাঁর সাথে তরুন মজুমদারের দেখা হয়েছিল সেদিনও নাকি রসিকতা করে পরিচালক তাঁকে বলেছিলেন ‘আমি সত্যিই তরুণ মজুমদার’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,রাঙা বৌ,Ranga Bou,মানসী সিনহা,Manasi Sinha,প্রতিক্রিয়া,Reaction,ট্রোল,Troll

প্রসঙ্গত দীর্ঘদিনের অভিনয় জীবনে মানসী অভিনয় বেশ কিছু জাঁদরেল শাশুড়ি এবং কমেডি চরিত্রে। তবে তিনি যে কমেডি করতেপারেন তা প্রথম আবিষ্কার করেছিলেন স্বয়ং তরুণ মজুমদার। প্রসঙ্গত এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেগাসিরিয়ালের কথা উঠলেই নাক সিঁটকান অনেকেই।

এ প্রসঙ্গে জানতে চাওয়া অভিনেত্রী বলেন ‘মেগা সিরিয়ালে সংসার ভেঙে যায়,পরকিয়া দেখানো হয় গল্পের গাছ পাতা নেই এটা মানুষ জানছে কি করে? কারণ মানুষ সিরিয়াল দেখছে। এটাই উত্তর। কিন্তু কেউ তো পছন্দ করছে না। এর জবাবে অভিনেত্রী বলেন ‘এত অপশন থাকা সত্ত্বেও মানুষ সিরিয়াল কেন দেখছেন? তাহলে মেগা সিরিয়ালে কবে কোন এপিসোডে  কি কি দেখানো হচ্ছে মানুষ জানতে পারছেন কি করে? নিন্দে করার জন্যও জানতে হয়। জানে তাই নিন্দা করে।সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমাদের যাদের মেগা সিরিয়াল করে ঘর সংসার চলে তাদের জন্য ওই নিন্দাটাই মাথার তাজ।’