• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্লাস্টিক সার্জারি করে ‘গাঁটছড়া’য় ফিরছে খড়ি, নতুন নায়িকা হয়ে এন্ট্রি নিলেন জনপ্রিয় অভিনেত্রী

Published on:

Gantchora Khori comes back with plastic surgery new actress Sriparna Roy enters in mega

স্টার জলসার (Star Jalsha) পর্যায়ে সম্প্রচারিত এক সময়কার বেঙ্গল টপার সিরিয়াল ছিল ‘গাঁটছড়া’ (Gantchoora)। সময়ের সাথে সাথে এই সিরিয়ালের গৌরব কমেছে আর সেইসাথে সিরিয়ালের টিআরপিও ঠেকেছে তলানিতে। সন্ধ্যা সাতটার প্রাইম টাইম স্লট হারিয়ে এই সিরিয়ালটি এখন সম্প্রচারিত হচ্ছে রাত সাড়ে দশটা থেকে।

ধারাবাহিকের  প্রধান নায়িকা খড়ির মৃত্যুর পর সিরিয়ালটি দেখাই একেবারে ছেড়ে দিয়েছিলেন দর্শকরা। বিশেষ করে সিরিয়াল লীপ নেওয়ার পর ধারাবাহিকে যেমন এসেছে একের পর এক নতুন চরিত্র তেমনি বদল এসেছে গল্পে। কিন্তু তাতেও কোন ছাপ পড়েনি টিআরপি তালিকায়। কিছুতেই দর্শক টানতে পারছে না এই সিরিয়ালের নির্মাতারা।

Gantchora Khori Solanki Roy Comeback

এইভাবে লাগাতার চলতে থাকলে এই সিরিয়ালের আয়ু যে আর বেশিদিন নেই তা ভালো মতোই বুঝতে পারছেন দর্শকরা। এরই মধ্যে ধারাবাহিকের ধামাকাদার এক এন্ট্রি  নিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। যিনি বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মুকুট ছেড়ে বেরিয়ে আসার জন্য।

এই ধারাবাহিকে  তিনি দোলের চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু সম্প্রতি বেশ কিছু কারণে সিরিয়ালের নির্মাতা দেড়  সাথে বনিবনা না হওয়ায় ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীপর্ণা। তবে এবার বহুদিন পর স্টার জলসার পর্দায় তাঁকে ফিরে আসতে দেখে বেজায় খুশি হয়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।

Gantchora serial Ridhi actor Gourab Chatterjee's reaction on trolling Bindi

টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে শ্রীপর্ণার এন্ট্রি নেওয়ার বেশ কিছু ঝলক। যা দেখে দর্শকদের একটা বড় অংশই দাবি করছেন শ্রীপর্ণাকে ঋদ্ধির নায়িকা খড়ি হিসেবে ফিরিয়ে আনা হোক। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই সিরিয়ালে ঋদ্ধির সাথে বিন্দির বিয়ে হওয়ায় বেজায় চটে ছিলেন দর্শকরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,শ্রীপর্ণা রায়,Sriparna Roy,নতুন চরিত্র,New Role,বিন্দি,Bindi,নতুন খড়ি,New Khori

বিন্দিকে বৃদ্ধির সাথে বিয়ে দেওয়ায় তাকে নিয়ে কম ট্রোলিং হয়নি সোশ্যাল মিডিয়ায়। তাই এবার দর্শকরা সকলেই বলছেন বিন্দির থেকে অনেক ভালো শ্রীপর্ণা। তাই খড়ি না হলেও তাকেই যেন নায়িকা হিসেবে সিরিয়ালে দেখানো হয়। আবার অনেকে বলছেন শ্রীপর্ণাকে আনা হচ্ছে ঋদ্ধি আর বিন্দির মধ্যে মিল করানোর জন্য। কেউ আবার বলছেন প্লাস্টিক সার্জারি করে ফিরে এসেছে খড়ি নিজেই। তাই আসলে এই সিরিয়ালে শ্রীপর্ণার কি ভূমিকা হতে চলেছে তা এখনই বলা যাচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥