• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছিল! মেয়েবেলা শেষের আগে আবারও বিস্ফোরক রুপা গাঙ্গুলি

বিগত প্রায় এক মাসের বেশি সময় ধরেই চর্চায় রয়েছে স্টার জলসার (Star Jalsha)পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মেয়েবেলা’ (Meyebela)। নানান টাল বহানার পর অবশেষে শেষের মুখে এই সিরিয়াল। ইতিমধ্যেই শেষ হয়েছে মেয়েবেলার অন্তিম পর্বের শুটিং। প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ আজ থেকে প্রায় ৫ মাস আগে যখন এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল তখন এই সিরিয়ালের মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি (Roopa Ganguly)। বীথিকা মিত্রের চরিত্রেতাঁর অনবদ্য অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।

কিন্তু মাস দেড়েক আগে একদিন আচমকাই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন রুপা গাঙ্গুলি । শুধু তাই নয় মেয়েবেলা ছাড়ার পর সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ জানিয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছিলেন  ‘ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো হচ্ছে তা আমি মানতে পারছিলাম না। এই সময়ে দাঁড়িয়ে একটা সিরিয়াল কি করে এতটা রিগ্রেসিভ হতে পারে?’ একজন বর্ষীয়ান অভিনেত্রীর থেকে এমন ব্যবহার পেয়ে চুপ থাকেননি মেয়ে বেলার সদস্যরাও।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,রুপা গাঙ্গুলি,Roopa Ganguly,বীথিকা মিত্র,Bithika Mitra,ক্ষোভ,Anger,প্রতিক্রিয়া,Reaction

মেয়ে বেলার ক্রিয়েটিভ টিমের সদস্যরাও রুপাকে পাল্টা ‘অপেশাদার’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁর ‘তুঘলকি’ আচরণের নিন্দা করেছিলেন। সেসময় তড়িঘড়ি তাঁর পরিবর্তে আনা হয় আরও একজন জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু দর্শকরা দাবি জানাতে থাকেন রুপা গাঙ্গুলি সিরিয়াল ছেড়ে দেওয়াতেই কমে গিয়েছে মেয়েবেলার টি আর পি।

আর এরই মাঝে জানা যাচ্ছে চলতি মাসেই অর্থাৎ ২৩ জুন টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই সিরিয়াল। তবে মেয়েবেলার শুটিং শেষে দর্শকদের মতোই বেশ মন খারাপ এই সিরিয়ালের গোটা ইউনিটের। শুটিং শেষে সিরিয়ালের পরিচালক সুমন দাস সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অনেকদিন পরে একটা মনের মতো শো পরিচালনা করতে পেরে খুব ভালো লাগছিল। কিন্তু সেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি।’

Meyebela, Bithi, Meyebela Bithi

তবে অন্যদিকে কিছুতেই যেন রাগ কমছে না মেয়েবেলার পুরনো বীথি মাসি চরিত্রের অভিনেত্রী রুপা গাঙ্গুলির।মেয়েবেলা শেষ হওয়ার মুখে আরও একবার সরব হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি টুডেজ স্টোরি নামের এক সংবাদমাধ্যমে অভিযোগের শুরে অভিনেত্রী বলেছেন, ‘আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুঃখ দেওয়া হয়েছিল। ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছিল ফ্লোরে। প্রযোজক থেকে শুরু করে অনেকের উপরে দোষ চাপানোর চেষ্টা হয়েছে তা সত্যি কথা নয়। ফ্লোরে আমাকে কষ্ট বেশি দেওয়া হয়েছে।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,রুপা গাঙ্গুলি,Roopa Ganguly,বীথিকা মিত্র,Bithika Mitra,ক্ষোভ,Anger,প্রতিক্রিয়া,Reaction

তবে আগামীদিনে তিনি ছোটপর্দায় আবার ফিরবেন কিনা জানতে চাওয়া হলে অভিনেত্রী স্পষ্ট জানান ‘আমার মুশকিল হল আমি কিছু পুরনো পদ্ধতি অনুসরণের চেষ্টা করি এখনও। সকাল সাতটায় কল মানে সকাল ৭টা ১৫-র মধ্যে উইথ মেকআপ ঢোকা পছন্দ করি। জীবনের শেষদিন অবধি তাই করব। সেগুলো মেনে যদি কাজের সুযোগ পাই তাহলেই করব। মেয়েবেলায় যে কথাগুলো আমায় দেওয়া হয়েছিল, দিন পনেরোর মধ্যে তা মুছে ফেলে দেওয়া হয়। সেই মিথ্যেচারীতার ফাঁদে আর পড়ব না।’