• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বইয়ের সাথেই কাঁধে চেপেছিল সংসারের দায়িত্ব! ৬১ বছরের অভিনয় নিয়ে অকপট রত্না ঘোষাল

বাংলা বিনোদন (Tollywood) জগতের দাপুটে একজন অভিনেত্রী হলেন রত্না ঘোষাল (Ratna Ghoshal)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনি পার করে ফেলেছেন দীর্ঘ ছয় দশক। সাদাকালো ছবির দুনিয়া থেকে শুরু করে এখন এসে পৌঁছেছেন ডিজিটাল যুগে। অভিনেত্রীর নিজের কথায় একটানা দীর্ঘ ৬১ বছর ধরে অভিনয় করে চলেছেন তিনি।

বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল বাংলা মিডিয়ামে (Bangla Medium)। নীল ভট্টাচার্য (Neel Bhattcharya) এবং তিয়াসা লেপচা (Tiyasha Lepcha) অভিনীত এই ধারাবাহিকে মিষ্টি ঠাম্মার (Mishti Thamma) চরিত্রে অভিনয় করছেন তিনি। ৬৯ বছর বয়সে এসেও ভীষণ হাসিখুশি এবং প্রাণ খোলা স্বভাবের  এই অভিনেত্রী আজও অনেকের কাছে অনুপ্রেরণা।

   

ছোটবেলা থেকেই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন তিনি। শুরুর দিনের সেই স্ট্রাগলের কথা বলতে গিয়ে এদিন সম্প্রতি ইউটিউব চ্যানেল টলি ফোকাস কলকাতার সাথে কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান অভাবের সংসারে চার ভাই বোন ছিলেন তারা। কিন্তু তাঁর বাবার মাথা খারাপ হয়ে যাওয়ায় চার ভাই বোনকে নিয়ে পথে বসতে হয় অভিনেত্রীর মাকে।

তাই স্কুল ব্যাগ কাঁধে সবাই যখন স্কুলে যেতেন তখন অভিনেত্রীর কাঁধে চেপে গিয়েছে অভিনয় করে সংসার চালানোর দায়িত্ব। খুব ছোট থেকে সংসারের দায়িত্ব কাঁধে এসে চাপায় স্কুলে ভর্তি হলেও কখনো ছোটবেলাটাকে  সেইভাবে খেলাধুলো করে উপভোগ করা হয়ে ওঠেনি তাঁর।

তবে তা নিয়ে কোন আফসোস নেই অভিনেত্রীর। কারণ সেই ছোট বয়স থেকেই তিনি কাজ করে এসেছেন জহর রায়,পাহাড়ি সান্যাল-এর মত দিকপাল সব শিল্পীদের সাথে। নিজের ছোটবেলাটা তিনি কাটিয়েছেন তাঁদের মতো কিংবদন্তি সব শিল্পীদের হাত ধরেই। তাই ছোট থেকেই একটু একটু করে শিল্পী হয়ে ওঠা তাঁর।

এদিন অভিনয় জীবনের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান তাঁর মেজদির ননদ হলেন বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেত্রী তথা খলনায়িকা গীতা দে। তাঁর সুবাদেই প্রথম নাটক এবং থিয়েটারে আসা হয় রত্না ঘোষালের। শিশুশিল্পী হিসাবেই তাঁর প্রথম ক্যামেরার সামনে আসার সুযোগ হয় বিজয় বসু পরিচালিত  ‘রাজা রামমোহন’ সিনেমার হাত ধীরে। তবে তাঁকে সবাই রত্না ঘোষাল নাম চিনেছেন ‘পান্না হীরে চুনি’ সিনেমার হাত ধরে। এছাড়াও তাঁর অভিনীত একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালের তালিকায় রয়েছে ‘বয়েই গেল’,’গোয়েন্দা গিন্নি’, ‘খড়কুটো’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’সহ আরও একাধিক বাংলা সিরিয়াল।