বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা সুজন নীল মুখার্জি (Sujan Neel Mukherjee)। গোটা ইন্ডাস্ট্রি তাঁকে এক ডাকে চেনে। জনপ্রিয় এই মঞ্চ অভিনেতাছোট পর্দার পাশাপাশি এই মুহূর্তে কাজ করছেন বড় পর্দাতেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা (Bengali Cinema) ‘শেষ পাতায়’ (Sesh Pata)।
এই সিনেমা তিনি স্ক্রিন শেয়ার করেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। এছাড়া ছোট পর্দায় এই মুহূর্তে তিনি অভিনয় করছেন সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর ঠিকানা’য় (Alor Thikana)। এই ধারাবাহিকে তিনি নায়িকা আলো অভিনেত্রী দেবাদৃতা বসুর বাবার চরিত্রে অভিনয় করছেন।
পর্দায় তিনি বাবা হিসেবে খুবই কড়া ধাঁচের সারাক্ষণ কড়া শাসনে রাখেন মেয়েকে। পর্দায় এমন রাগী বাবা হলেও বাস্তব জীবনে তিনি কেমন? একবার এক সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই প্রশ্নই রাখা হয়েছিল অভিনেতার কাছে।
পর্দায় আদর্শ বাবা হলেও বাস্তব জীবনে নিজের ছেলেকে মানুষ করার প্রসঙ্গ উঠতেই আক্ষেপের সুর অভিনেতার গলায়। এদিন অভিনেতা সাফ জানান পর্দায় আলোর বাবার সঙ্গে বাস্তব জীবনে তাঁর মিল নেই এক ফোঁটাও।
বাস্তব জীবনে ছেলের সাথে একেবারে বন্ধুর মতোই মেশেন সুজন। কাজেই বাস্তব জীবনে বাবা হিসাবে তিনি একেবারেই কড়া নন। আর এই কারণেই নাকি অনেক কথাও শুনতে হয় তাঁকে। অভিনেতার কথায়, জানা যায় তিনি ছেলের ওপরে একেবারেই কিছুই চাপিয়ে দেন না।
উল্টে বরং ছেলেই তাঁকে বেশি শাসন করে। শুধু তাই নয় তাঁর ছেলে নাকি তাঁর বেশিরভাগ কথাই শোনে না। অভিনেতার কথায়, ‘আসলে আজকালকার জেনারেশন নিজস্ব একটা চিন্তার জগৎ তৈরি করে রাখে। অনেক সময় তাঁরা ভুল করে ফেলে, আর সেসব ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করার কথা বলি।’