বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা সাহেব চ্যাটার্জী (Saheb Chatterjee)। বহুদিন ধরে অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তিনি। একের পর এক জনপ্রিয় সব বাংলা সিরিয়ালের পাশাপাশি তাকে দেখা গিয়েছে একাধিক বাংলা সিনেমাতেও (Bengali Cinema)। তবে সম্প্রতি দীর্ঘ ১৭ বছর পর আরও একবার হিন্দি সিনেমায় (Hindi Cinema) অভিনয় করলেন সাহেব চ্যাটার্জী।
অনুশ্রী মেহতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’ সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte)। তাঁরই স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। সম্প্রতি এই আসন্ন থ্রিলারের একটি ট্রেলার মুক্তি পেয়েছে। যদিও বেশ কয়েক বছর আগে কলকাতায় শুটিং করা হয়েছিল এই সিনেমার। এর আগেও ২০০৬ সালে একটি হিন্দি সিনেমায় সাহেব মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের চরিত্রে অভিনয় করেছিলেন।
কিন্তু এই সিনেমা নিয়ে খানিক আফসোস রয়ে গিয়েছে অভিনেতার মনে। কারণ জানিয়ে সাহেব সম্প্রতি জানিয়েছেন দুঃখের বিষয় ওই ছবিটা মাত্র কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল। তবে আসন্ন সিনেমা ‘মিসেস আন্ডার কভার’ নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা। তাই সম্প্রতি আনন্দবাজার অনলাইনে সাথে এক সাক্ষাৎকারের সাহেব জানিয়েছেন ‘মিসেস আন্ডার কভার ওটিটিতে মুক্তি পাচ্ছে বলে সকলেই দেখতে পাবেন’।
তবে প্রথমবার রাধিকা আপ্তের মতো একজন দাপুটে অভিনেত্রীর সাথে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা। প্রসঙ্গত এই সিনেমায় সাহেবের স্ত্রী রাধিকা পেশায় একজন আন্ডারকভার এজেন্ট। কিন্তু স্ত্রীর এই পেশা সম্পর্কে তিনি কিছুই জানেন না। প্রসঙ্গত এখানে বলে রাখি সাহেব অভিনীত এই চরিত্রটি কিন্তু বাংলা সিরিয়ালের ছোট পর্দার দর্শকদের কাছে বেশ নস্টালজিক।
কারণ বেশ কয়েক বছর আগে জি বাংলায় ইন্দ্রানী হালদারের বিপরীতে গোয়েন্দা গিন্নি সিরিয়ালের এমনই একটি চরিত্রে অভিনয় করেছিলেন সাহেব। এই ধারাবাহিকে ডাক্তার বাবু চরিত্রে সাহেবের স্ত্রী হয়েছিলেন গোয়েন্দা পরমা। তাই এদিন অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই ছবিতে অভিনয় করতে গিয়ে কি পুরনো স্মৃতি ফিরে এসেছিল?
উত্তরে অভিনেতা জানিয়েছেন ‘অবশ্যই। বুঝতে পারছি ট্রেলার দেখে অনেকেই দুটো চরিত্রকে মেলানোর চেষ্টা করছেন। কিন্তু এই ছবিতে প্রচুর চমক আছে। তাই আগে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে হিন্দি সিনেমায় এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার পর এদিনের সাক্ষাৎকারে অভিনেতা সরব হয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রি প্রসঙ্গে।
এ প্রসঙ্গে সাহেবের স্পষ্ট জবাব “‘হৃৎপিণ্ড’ বা ‘হত্যাপুরী’র মতো হাতে গোনা বাংলা ছবিতে কাজ করে মজা পেয়েছি। তবে অধিকাংশ বাংলা ছবিতে তো আমাকে প্রপ হিসেবেই ব্যবহার করা হয়েছে’। সেই সাথে বাংলায় ইন্ডাস্ট্রি প্রসঙ্গে অভিনেতার আরও মন্তব্য ‘আমি ঠিক করে নিয়েছি কাজ না থাকলে বাড়িতে বসে থাকবো। কিন্তু নিজেকে এক্সপ্লয় হতে দেব না। জীবনে টাকাই সব নয়।